কলকাতা সফরে আসছেন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মা। আগামী বুধবার বিকেল তিনটেয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা।
রাজ্য প্রশাসন সূত্রের খবর, মার্কিন দূতাবাস আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসছেন মার্কিন রাষ্ট্রদূত। সে দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। প্রশাসনিক কর্তাদের মতে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে মার্কিন কূটনীতিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক তাৎপর্যপূর্ণ। কারণ, বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার তরফে মমতাকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানকার এক বণিকসভার পক্ষ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ঠিক ছিল, ২০১৬-এর সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মার্কিন মুলুকে যেতে পারেন। কিন্তু সেখানকার নির্বাচন পর্বের জন্য সফর স্থগিত রাখেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক কী রকম হবে, তার স্পষ্ট দিশা এখনও মেলেনি। মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক কি ভারত-মার্কিন সম্পর্ক নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে? উত্তর স্পষ্ট নয়। নবান্ন জানিয়েছে, এটি রুটিন বৈঠক। উভয় পক্ষের সৌজন্য বিনিময়। সূত্রের খবর, রাজ্যের শিল্প সম্মেলনে আরও বেশি মার্কিন লগ্নিকারী আনার ব্যাপারে রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানানো হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy