নিজস্ব চিত্র।
করোনা অতিমারির জেরে অন্নপূর্ণা পুজোতে বিকল্প ভাবনা এ বার হুগলির চুঁচুড়ার পাঠক বাড়িতে। গাছকে কুমারী রূপে পুজো করা হল সেখানে।
পাঠক বাড়িতে অন্নপূর্ণা পুজোর অষ্টমীতে কুমারী পুজোর প্রচলন হয়েছে দীর্ঘদিন আগেই। ব্রাহ্মণ পরিবারের কুমারী কন্যা সন্তানকে দেবী রূপে সাজিয়ে পুজো করা হয়। কিন্তু করোনা সংক্রমণের ভয় থাকায় এ বার কুমারী পুজো বন্ধ। তার পরিবর্তে ফলন্ত নারকেল গাছের চারাকে কুমারী মেয়ের সাজে সাজিয়ে পুজো করলেন তাঁরা।
এই প্রসঙ্গে পরিবারের সদস্য সুমনা পাঠক বলেন, ‘‘প্রাচীনকালে প্রকৃতির পুজো হত। এখনও দুর্গা পুজোতে নবপত্রিকা, কলা বউ ও অশ্বত্থ গাছের পুজো হয়। এ বার থেকে ঠিক করেছি, প্রকৃতির রূপে গাছকেই কুমারী রূপে পুজো করব আমরা।’’
পাঠক বাড়িতে অন্নপূর্ণা পুজোর পুরোহিত ধর্মদাস দেবশর্মা বলেন, ‘‘করোনার সময় একটি কন্যা সন্তানকে নিয়ে এসে পুজো করা ভয়ের ব্যাপার। তাই আমরা কুমারীকে বৃক্ষের মধ্যে প্রতিষ্ঠা করে পুজো করছি। কুমারী পুজোর আচার অনুষ্ঠান মেনেই এই পুজো করা হয়েছে। নবপত্রিকাকে যেমন পুজো করি, সে রকমই এখানে নারকেলের চারাকে পুজো করেছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy