—ফাইল চিত্র।
মাঝেরহাট ওভারব্রিজ মেরামতির জন্য ৪০ ঘণ্টা রেল পরিষেবা বন্ধ থাকবে শিয়ালদহ দক্ষিণ শাখার মাঝেরহাট-কলকাতা লাইনে।
রেল সূত্রে খবর, শনিবার দুপুর ২টো থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ৪০ ঘণ্টা রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। ফলে আপ এবং ডাউন মাঝেরহাট-কলকাতা লাইনের চক্ররেল চলাচল বন্ধ থাকবে।ফলে চক্ররেলের সমস্ত আপ এবং ডাউন লাইনের ট্রেন মাঝেরহাট স্টেশনের পরিবর্তে প্রিন্সেপঘাট স্টেশন থেকে চলাচল করবে। এর ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা।
তবে এই সময়ে শিয়ালদহ দক্ষিণশাখার শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে রেল জানিয়েছে।
আরও পড়ুন: কালীঘাটে গোয়েন্দারই পকেটমার
গত বছরেই মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে। ব্রিজের ওই ভাঙা অংশটা রেল লাইনের উপরেই। ফলে ব্রিজ মেরামতি করার জন্য রেল পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে।
আরও পড়ুন: ‘উদ্দেশ্যহীন ভাবে বাঁচতে চাইনি’ পুলিশকে বললেন গরফার অনিন্দিতা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy