গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ভিন্রাজ্যে আলু রফতানি কি আটকানো গেল, কমবে দাম?
রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজারে আলুর দাম বৃদ্ধি পাওয়া নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। ভিন্রাজ্যে সরবরাহের কারণেই বাংলায় আলুর দাম বৃদ্ধি পাচ্ছে বলে মত তাঁর। ওই সরবরাহ ঠেকাতে প্রশাসনকে আরও নজরদারি বৃদ্ধি করার জন্য বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভিন্রাজ্যে আলু পাঠানোয় তাঁর আপত্তি নেই। কিন্তু আগে রাজ্যের চাহিদা পূরণ করতে হবে। তার পর ভিন্রাজ্যে পাঠানো যেতে পারে। এমনকি, তাঁকে না জানিয়েই আলু রফতানি করা হচ্ছে বলে উষ্মাপ্রকাশ করেছেন মমতা। এ জন্য একাংশের মধ্যসত্ত্বভোগীদের দিকেই আঙুল তুলেছেন তিনি। আন্তঃরাজ্য সীমানা দিয়ে আলু ভিন্রাজ্যে যাওয়া নিয়ন্ত্রণ করতেও নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর কী পদক্ষেপ করছে প্রশাসন? কতটা তৎপরতা দেখা যাবে আন্তঃরাজ্য সীমানায়? বাজারে কি কিছুটা কমবে আলুর দাম? আজ নজর থাকবে এই খবরে।
‘ঘুষ’কাণ্ডে অস্বস্তিতে আদানি, বিতর্কের জল কত দূর গড়াবে
সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় বিপাকে শিল্পপতি গৌতম আদানি। সেই বিতর্কে যুক্ত হয়েছে রাজনীতিও। বিবৃতি দিয়ে আদানি গোষ্ঠী অভিযোগ খারিজ করলেও শেয়ার বাজারে এর প্রভাব পড়েছে। আজ নজর থাকবে এই ঘটনার গতিপ্রকৃতির দিকে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, প্রভাব কতটা বঙ্গে
রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রয়েছে শীতের আমেজ। এই আবহে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে দিকে নজর রেখেছেন আবহবিদেরা। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই মনে করছেন তাঁরা।
দু’দিন জল সরবরাহ বন্ধ, কতটা জলকষ্টে শিলিগুড়ি
আজ থেকে দু’দিন শিলিগুড়ি পুর এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে জলসঙ্কট দেখা দিতে পারে শিলিগুড়িতে। মেয়র গৌতম দেব আগেই তা নিয়ে শিলিগুড়ির বাসিন্দাদের সতর্ক করেছেন। দু’দিনের জন্য জল সঞ্চয় করে রাখার পরামর্শও দিয়েছেন তিনি। ইনটেক ওয়েলের সংস্কার ও বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য দু’দিন পানীয় জলের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরসভা। এত দিন একটি ইনটেক ওয়েল থাকায় মাঝেমধ্যে তাতে পলি জমলেই পানীয় জলের পরিষেবা ব্যাহত হত। সেই পরিস্থিতি সামাল দিতে ছ’কোটি ৯০ লক্ষ টাকা খরচ করে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে নতুন ইনটেক ওয়েল তৈরি করেছে পুরসভা। সম্প্রতি পাহাড় সফরে এসে সেই ইনটেক ওয়েল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সংযোগের কাজ শুরু হবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
বিধানসভায় স্পিকারের ডাকে সর্বদল বৈঠক
বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। তার আগে বিধানসভার অধিবেশনের কর্মসূচি তৈরি করতে আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় ওই বৈঠক হবে স্পিকারের ঘরে। পরে তাঁর ঘরেই বসবে কার্যবিবরণী কমিটির বৈঠক। সেখানেই সোমবার থেকে বিধানসভার অধিবেশনের কাজকর্ম নির্ধারিত হবে। প্রথম দিন শোকপ্রস্তাবের পর শেষ হয়ে যাবে অধিবেশন। মঙ্গল ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy