চলতি বছরের শীতে বাংলাকে চমকে দিতে চলেছে বলিউড। সৌজন্যে প্রযোজক আদিত্য চোপড়া! সোমবারের খবর, সব ঠিক থাকলে যশরাজ ফিল্মস চলতি বছরের শেষে কলকাতায় তাদের আগামী হিন্দি ছবির শুটিং করবে। ছবিতে থাকবেন কলকাতার একাধিক বাঙালি অভিনেতা। কলকাতার অংশের অভিনেতা বাছার দায়িত্বে অনিমেষ বাপুলি।
অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, রাখি গুলজ়ার কিংবা ক্যাটরিনা কইফ— পর্দায় জুটি বেঁধে অন্তত একবার সুইৎজ়ারল্যান্ডে পাড়ি দেননি এমন হয়নি। রানি মুখোপাধ্যায়, কাজল, অনুষ্কা শর্মা তো বটেই শ্রীদেবী, মাধুরী দীক্ষিতও এই তালিকায়। আদিত্য চোপড়ার ছবি মানেই বিদেশে, বরফঢাকা উপত্যকায় নায়িকার শিফন শাড়ি জড়িয়ে নাচ! খবর, অভিনেত্রী রানির সেই প্রযোজক স্বামীর সুইৎজ়ারল্যান্ডে অরুচি! বিদেশ দূরে থাক, আদির হালফিলের পছন্দ এই শহর। কোন কোন জায়গায় শুটিং হবে সেটা অবশ্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
খবর আরও আছে। এই প্রজন্মের অভিনেতাদের নিয়েই নাকি আগ্রহ আদির। মে মাসের শুরুতে কলকাতায় অভিনেতা বাছাই পর্ব হবে। পাশাপাশি চলবে ছবির নায়ক-নায়িকা বাছাই পর্বও। এখনও পর্যন্ত খবর, নায়ক-নায়িকার ভূমিকায় কোনও বাঙালি অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে না। বলিউডের এই প্রজন্মের নায়ক-নায়িকারা সুযোগ পাবেন। চিত্রনাট্য লেখার কাজ দ্রুতগতিতে চলছে। শোনা গিয়েছে, যশরাজ তাদের ঐতিহ্য মেনে প্রেমের ছবিই বানাবেন। ক্যামেরার দায়িত্বে থাকবেন দক্ষিণী বিনোদন দুনিয়ার প্রথম সারির সিনেমাটোগ্রাফার।