ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ইটানগরের দফতরে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
লাইফ সায়েন্সেসের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট বিভাগে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ইন্ডিয়ান গোট ব্রিডের জেনোমিক ফুটপ্রিন্ট নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ ব্যক্তিরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুন:
নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তি ২০২৯ এর জানুয়ারি মাস পর্যন্ত সংশ্লিষ্ট কাজে বহাল থাকবেন।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। তবে, তাঁরা আগাম আবেদনপত্র জমা দিতে পারেন। ইন্টারভিউ ইটানগরের দফতরে ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তটি দেখে নেওয়া যেতে পারে।