রয়ে গিয়েছে অনেক জট! ট্যাংরাকাণ্ডের তদন্ত কোন পথে, কী বলছে লালবাজার
প্রণয় দে, প্রসূন দে এবং প্রণয়ের পুত্র প্রতীপ দে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রণয় পুলিশের জেরায় দাবি করেছেন, ১৭ ফেব্রুয়ারি, সোমবার রাতে পরিবারের সকলে ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়েছিলেন। সূত্রের খবর, দে ভাইয়েদের প্রাথমিক দাবি ছিল, ওই পায়েস মেশানো ওষুধ খেয়েই মৃত্যু হয়েছে সুদেষ্ণা দে, রোমি দে এবং প্রসূনের কন্যা প্রিয়ম্বদা দের। বৃহস্পতিবার দুপুরে ওই তিন জনের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। সেই রিপোর্ট বলছে, তার ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছিল ওই তিন জনের। সেই হিসাবে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে। প্রণয়ের দাবি ঠিক হলে দেখা যাচ্ছে, সোমবার রাতে ঘুমের ওষুধ খাওয়ার পরে মঙ্গলবার সকালেও তাঁরা বেঁচে ছিলেন। তা হলে ওই সকাল থেকে তাঁদের মৃত্যুর আগে পর্যন্ত কী চলেছিল দে পরিবারের বাড়িতে? এই ঘটনার তদন্ত নিয়ে কী বলবে লালবাজার, সে দিকে আজ নজর থাকবে।
ডানকুনিতে সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন শুরু
২০২৬ সালের বিধানসভা ভোটে শূন্যদশা কাটানোর লক্ষ্যে সিপিএমের রাজ্য সম্মেলন শুরু হচ্ছে আজ থেকে। ডানকুনিতে এই সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ওই দিন দুপুরে হবে প্রকাশ্য সমাবেশ। সম্মেলন থেকে যে রাজ্য কমিটি তৈরি হবে, তার নেতৃত্বেই পরের বছর বিধানসভা ভোটে লড়বে আলিমুদ্দিন স্ট্রিট।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
‘ভারতের ভোটে হস্তক্ষেপ’ নিয়ে ট্রাম্প-মন্তব্যে বিতর্ক
ভারতে ভোটারদের বুথমুখী করতে প্রায় ১৮২ কোটি টাকা (২ কোটি ১০ লক্ষ ডলার) অনুদান বাতিল করে দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমার মনে হয়, কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল। আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি।” তা নিয়ে মুখ খুলেছে ভারতীয় বিদেশ মন্ত্রকও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি ‘উদ্বেগজনক’। তিনি বলেন, ‘‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের তত্ত্বে উদ্বেগ দানা বেঁধেছে। সংশ্লিষ্ট দফতর এবং সংস্থা সেগুলি খতিয়ে দেখছে।’’ ট্রাম্পের মন্তব্য ঘিরে কংগ্রেসকে বিঁধেছেন বিজেপি নেতা অমিত মালবীয়। জবাব দিয়েছেন কংগ্রেস মুখপাত্র পবন খেরাও। মোদী সরকারের এত নজরদারি সংস্থা থাকার পরেও কী ভাবে এমন ঘটনা ঘটতে পারে, সেই প্রশ্ন তুলেছেন খেরা। ট্রাম্পের মন্তব্য ভারতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সে দিকে নজর থাকবে আজ।
বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি
বাংলাদেশে নতুন রাজনৈতিক দল তেরি করতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করতে পারে আন্দোলনের নেতৃত্ব। বাংলাদেশে নির্বাচনের দাবির আবহে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে বাংলাদেশকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে সতর্ক করে দিয়েছে ভারত। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মাস্কাটেই এ বিষয়ে কথা হয়েছে দুই দেশের। বাংলাদেশে দুষ্কৃতীদের পাকড়াও করতে 'শয়তানের খোঁজ' অভিযান চলছে। তাতে এখনও পর্যন্ত সাত হাজারের বেশি গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে শনিবার নজর থাকবে বাংলাদেশের দিকেও।
সপ্তাহান্তে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, চলবে কত দিন
আজ এবং আগামী কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহর ও শহরতলিতে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই দু’দিন কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে। তবে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার বেগ থাকবে বেশি। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত।