Advertisement
০১ নভেম্বর ২০২৪

বিজেপি নেতাদের উপর হামলার নালিশ

শুক্রবার গোঘাটের নবাসন গ্রামে বিজেপির গোঘাট যুব সভাপতি শৌভিক মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে একদল দুষ্কৃতী। ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতে। শৌভিকের অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে বিজেপি করার জন্য মারধর করেছে। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০৩:২৩
Share: Save:

দুই বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্র ও শনিবার গোঘাটের দু’টি জায়গায় বিজেপি নেতাদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে এনেছে।

শুক্রবার গোঘাটের নবাসন গ্রামে বিজেপির গোঘাট যুব সভাপতি শৌভিক মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে একদল দুষ্কৃতী। ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতে। শৌভিকের অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে বিজেপি করার জন্য মারধর করেছে।

শনিবার সকালে আবার বকুলতলায় শিশির রায় নামে দলেই এক মণ্ডল সভাপতির দোকানে হামলা হয়। অভিযোগ, দোকানে শিশিরকে না পেয়ে তাঁর বাবা গঙ্গাধর রায়কে হেনস্থা করা হয়েছে। দু’টি ক্ষেত্রে পুলিশ খবর পেয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত দু’জনকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলেই আইনি পদক্ষেপ করা হবে।

শিশির বলেন, ‘‘বিজেপি করলে ঘরাছাড়া করা হবে, বন্ধ করে দেওয়া হবে দোকানও— হুমকি দিয়ে গিয়েছে তৃণমূলের ছেলেরা।’’

তৃণমূল অবশ্য কোনও অভিযোগই মানতে চায়নি। গোঘাট তৃণমূলের ব্লক সভাপতি মনোরঞ্জন পাল অবশ্য বলেন, “একেবারেই ব্যক্তিগত ঝগড়া থেকে ঘটনা দু’টি ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

অন্য বিষয়গুলি:

TMC BJP Violence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE