Advertisement
০১ নভেম্বর ২০২৪
NITTTR Kolkata Recruitment 2024

কলকাতার কেন্দ্রীয় প্রতিষ্ঠানে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর প্রয়োজন, শূন্যপদ ক’টি?

অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। নিযুক্তদের প্রতি মাসের বেতন ১,৩১,৪০০ টাকা থেকে ২,১১,৮০০ টাকা।

Professor.

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৬:০২
Share: Save:

কলকাতার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চের বিভিন্ন বিভাগে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তদের প্রতি মাসের বেতন ১,৩১,৪০০ টাকা থেকে ২,১১,৮০০ টাকা। মোট শূন্যপদ ছ’টি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে প্রফেসর প্রয়োজন। তাই উল্লিখিত বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন এবং অন্তত ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। পাশাপাশি, অন্তত তিন বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবেও কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অ্যাসোসিয়েট প্রফেসর পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মখালি রয়েছে। ওই পদে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর অন্তত আট বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

উভয় পদের ক্ষেত্রে অনলাইন লার্নিং রিসোর্সেস ব্যবহার করে ক্লাস করানো, জাতীয় কিংবা আন্তর্জাতিক প্রকল্পে গবেষণার মতো কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তাবলি দেখে নিতে পারেন।

আবেদনের জন্য ১,০০০ টাকা ফি জমা দিতে হবে। এর পরে একটি ফর্ম পূরণ করে সমস্ত আনুষঙ্গিক নথি ডাকযোগে পাঠাতে হবে ২ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে। তবে, অনলাইনে ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE