সম্পত্তি সামলানো সহজ নয়। স্থাবর সম্পত্তির মালিকানা আইনের দ্বারা সুরক্ষিত। কিন্তু অস্থাবর সম্পত্তিতে তো নাম লেখা থাকে না। বিশেষত গয়নায়। চুরির ভয় থাকেই। মফস্সল শহর বা গ্রামে অনেকে এখনও বাড়ির আলমারি বা সিন্দুকে গয়না, টাকা, দলিল রাখেন। কিন্তু তাতে নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং বাড়ির লোকেদেরও আক্রান্ত হওয়ার ভয় থাকে। যে কোনও নির্ভরযোগ্য ব্যাঙ্কের লকারে দামী জিনিস গচ্ছিত রাখা ভাল। রাখা উচিত জরুরি কাগজপত্রও। যেমন জমি-বাড়ির দলিল, দানপত্র বা শংসাপত্র। প্রশ্ন হল ব্যাঙ্কের লকারে সম্পত্তি রেখে আপনি ঠিক কতটা নিরাপদ? ব্যাঙ্ক যদি রাষ্ট্রায়ত্ত হয় চিন্তা নেই। বেসরকারি ব্যাঙ্কের লকারে রাখলে সেই ব্যাঙ্ক সম্পর্কে খোঁজ করা ভাল।
কতটা নিরাপদ
• লকারের দু’টি চাবি —একটি ব্যাঙ্কের কাছে, অন্যটি থাকে গ্রাহকের কাছে। একটি চাবি হারালে লকার খোলা সম্ভব নয়। নতুন চাবি চাইলে ফাইন চাইতে পারে ব্যাঙ্ক।
• প্রায় কোনও ক্ষেত্রেই ‘নমিনি’ ছাড়া কোনও লকার দেওয়া হয় না। ফলে গ্রাহকের মৃত্যুর পর বা অসুস্থতার জন্য তার উত্তরাধিকারী চাবি ব্যবহার করতে পারেন।।
লকার পেতে গেলে
• যে ব্যাঙ্কের লকার আপনি চাইছেন, সাধারণত সেই ব্যাঙ্কের যে কোনও শাখায় আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, এমনই শর্ত দেয় ব্যাঙ্কগুলি।
• যদি লকার ফাঁকা থাকে ব্যাঙ্ক আপনাকে তা দিতে বাধ্য। না হলে ওয়েটিং লিস্টে নাম লেখাতে হবে। ফাঁকা হলে ডেকে নেওয়া হবে।
• লকার ভাড়া প্রতি বছর মেটাতে হবে। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় ব্যাঙ্ক। ভাড়া না পেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনার লকার ভাঙতে পারে। তার আগে অবশ্য তিন বার আপনাকে চিঠি দিয়ে জানানো হবে।
কখন ভাঙবে লকার
সাধারণ তিন বছর অপেক্ষা করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গ্রাহকের খোঁজ না পেলে লকার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
কী ভাবে ভাঙবে
তিন বছর গ্রাহকের খোঁজ না-পাওয়া গেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আইনজীবীর সামনে লকার ভাঙতে পারেন। সেখানে উপস্থিত থাকতে বাধ্য লকার কোম্পানির আধিকারিক।
উদ্ধার হওয়া সম্পত্তি ব্যাঙ্কের কাছেই গচ্ছিত থাকে। শুধু মাত্র লকার ফাঁকা করে অন্যকে সুযোগ করে দেওয়ায়ই এর উদ্দেশ্যে। গ্রাহক পরে এসে দাবি করলেই নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ফিরিয়ে দেওয়া হবে সম্পত্তি।
গোপনীয়তার প্রশ্ন
লকারে আপনি কী রাখছেন, তা সম্পূর্ণ গোপনীয়। ব্যাঙ্ক আইনত তা কোনও দিন দেখতে বা জানতে চাইতে পারে না। ব্যাঙ্কের খাতায় লকারের মালিক বলে যাদের নাম আছে, কেবল তারা বা উত্তরাধিকারীরাই লকার খুলতে পারে।
খরচের প্রশ্ন
• ছোট লকার— ১১১৬,
• মাঝারি— ২৮৪১
• বড়— ৫০৭৩
• অতিরিক্ত বড়— ৭৫০০
• সব অঙ্ক টাকায়।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy