মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে তাঁর নিজের দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে। স্পেনের মাদ্রিদ শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ জন্য মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের শিল্পসচিব বন্দনা যাদবকে ধন্যবাদ জানান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ।
রাজ্যে শিল্পের জন্য লগ্নি আনার লক্ষ্যে স্পেন সফরে এসেছেন মমতা। তাঁর সফরসঙ্গী সৌরভ বুধবার লন্ডন থেকে মাদ্রিদ এসে পৌঁছেছিলেন। বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তৃতা করতে গিয়ে সৌরভ জানান, তিনি শুধু খেলাজগতেরই ব্যক্তিত্ব নন, বাংলায় তাঁর ব্যবসা রয়েছে। প্রসারও ঘটাতে চান সেই ব্যবসার। এর পরেই সৌরভের ঘোষণা, আগামী পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে। তাঁর কথায়, ‘‘অনেকেই হয়তো জানেন না, ২০০৭ সালে একটা ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। এখন তৃতীয় স্টিল প্যান্ট তৈরি হচ্ছে। আগামী পাঁচ-ছ’মাসের মধ্যেই তা তৈরি হয়ে যাবে।’’ সৌরভের প্রথম ইস্পাত কারখানাটি তৈরি হয়েছে দুর্গাপুরে। তার পরেরটি বিহারের পটনায়। পরেরটি ফের বাংলায় করতে চলেছেন। সৌরভ বলেন, ‘‘নতুন স্টিল প্ল্যান্টটি মেদিনীপুরে তৈরি হচ্ছে। ইস্পাত কারখানা গড়ে তোলার কাজে আমাকে অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি, আগামী এক বছরের মধ্যেই তা চালু হয়ে যাবে।’’
সৌরভ জানান, শুধু ক্রীড়া ক্ষেত্রেই নয়, বাংলায় শিল্পের প্রসার ঘটাতেও সচেষ্ট হয়েছে রাজ্য সরকার তথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘‘আমি চিরকাল খেলাধুলো নিয়ে থাকলেও আমার পরিবার ব্যবসায়ী পরিবার। ৫০-৫৫ বছর আগে বাংলাতেই ছোট ব্যবসা শুরু করেছিলেন আমার ঠাকুরদা। রাজ্যের তরফে সেই সময় অনেক সমর্থন মিলেছিল। এই রাজ্য সব সময়েই ব্যবসার জন্য গোটা বিশ্বকে আমন্ত্রণ জানায়। সেই কারণেই আজ মুখ্যমন্ত্রী এই দেশে এসেছেন।’’
সৌরভের মতে, ব্যবসার লক্ষ্য শুধু মিলিয়ন-বিলিয়নের অঙ্ক নয়, কত মানুষ কাজ করছেন, সেটাও গুরুত্বপূর্ণ। শিল্পে রাজ্য সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিই প্রমাণ করে যে, তারা রাজ্যের যুবসমাজ নিয়ে কতটা ভাবিত। সৌরভ বলেন, ‘‘বাকি দেশকে ব্যবসা লগ্নির জন্য আহ্বান জানানোর অর্থ কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের কথা ভেবেই। ক্ষুদ্র-মাঝারি শিল্প, খেলা, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা— প্রতিটি ক্ষেত্রেই বিশেষ নজর রয়েছে সরকারের। দিনে দিনে তার উন্নতিও হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy