এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। — ফাইল চিত্র।
আবার বিপত্তি সেই ড্রিমলাইনারে! কখন, কোথায় সে বিগড়ে যাবে, আগাম হদিশ কেউ দিতে পারছে না। এয়ার ইন্ডিয়ার সাধের ড্রিমলাইনার যখন-তখন বিগড়ে যাচ্ছে। সোমবার দিল্লি থেকে ছাড়ার কথা ছিল দুপুর আড়াইটায়। নির্ধারিত সময় সূচি অনুযায়ী সেই বিমানের কলকাতায় এসে বিকেল সাড়ে পাঁচটায় আবার দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল। সেই উড়ানেই দিল্লি যাওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, এ দিন দিল্লি থেকে সেই বিমান যাত্রীদের নিয়ে গড়াতে শুরু করার পরেও যান্ত্রিক ত্রুটির জন্য ফিরে যায় টার্মিনালে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ত্রুটি সারিয়ে ৪টা নাগাদ বিমানটি ছাড়ে। কলকাতায় পৌঁছোয় ছ’টার পরে। এ দিকে সাড়ে পাঁচটার উড়ান ধরতে হবে বলে মমতা নবান্নে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে রওনা হয়ে যান। কিন্তু মাঝপথেই জানতে পারেন দেরীর কথা। এয়ার ইন্ডিয়ার টিকিট বাতিল করে তিনি অবশেষে দিল্লি রওনা দেন ইন্ডিগোর উড়ানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy