Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Taldangra By-Election

বাংলার ভোটে ওড়িশার দাপট! বাঁকুড়ার চতুষ্কোণ যুদ্ধে তিন প্রার্থীই উৎকল, নির্বাচনের অঙ্ক কী কঠিন

ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে, ১৯৬৯ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাঁকুড়ার তালড্যাংরায় যাঁরা বিধায়ক ছিলেন, তাঁরা সকলেই উৎকল সম্প্রদায়ের। তার পর থেকে গত ৩৭ বছর তালড্যাংরার বিধায়ক বাঙালি।

Taldangra By-Election: Out of the four parties, candidates from three parties belong to the Utkal community

তালড্যাংরা উপনির্বাচনে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী উৎকল সম্প্রদায়ভুক্ত। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শোভন চক্রবর্তী
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৫
Share: Save:

তিন বছর আগে বিধানসভা ভোটে বাঁকুড়ার তালড্যাংরায় ছিল ত্রিমুখী লড়াই। প্রতিদ্বন্দ্বিতা ছিল তৃণমূল, বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের মধ্যে। সেই ভোটে তিন প্রার্থীই ছিলেন বাঙালি। তিন বছর পরে সেই তালড্যাংরায় উপনির্বাচনে চতুর্মুখী (বাম এবং কংগ্রেস আলাদা প্রার্থী দিয়েছে) লড়াইয়ে তিন জন প্রার্থীই উৎকল ব্রাহ্মণ সমাজভুক্ত।

তৃণমূল প্রার্থী করেছে ফাল্গুনী সিংহবাবুকে। সিপিএমের প্রতীকে লড়ছেন দেবকান্তি মোহান্তি। আর কংগ্রেসের প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহি। তিন জনেরই ‘শিকড়’ উৎকল প্রদেশ বা ওড়িশা। তবে বৃহদার্থে তাঁরা বাঙালিই। সে অর্থে শুধু বিজেপির প্রার্থী উৎকল সমাজের নন। তিনি, অনন্যা রায় বাঁকুড়া শহরের বাসিন্দা। আগে তৃণমূলের স্থানীয় নেত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে যে ছ’টি আসনে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে বাঁকুড়ার তালড্যাংরাতেই এই ‘অভিনব’ ঘটনা ঘটছে। যেখানে প্রার্থীদের তালিকায় উৎকল ব্রাহ্মণ সমাজের সংখ্যা বেশি।

তবে এলাকার একটি বড় অংশের মানুষের বক্তব্য, তাঁরা এবং বাকি তিন প্রার্থী ‘উৎকল’ নন। তাঁরা ‘উৎকল ব্রাহ্মণ’। একই সঙ্গে তাঁরা ‘বহিরাগত’ও নন। তাঁরাও ‘বাঙালি’। কারণ, বাঙালি একটি ‘মিশ্র জাতি’। তাঁদের আরও বক্তব্য, ‘‘পশ্চিমবঙ্গে উৎকল ব্রাহ্মণদের আবির্ভাব প্রায় ৮০০ বছর আগে। তখন সুলতানি আমল। এখনকার বাঙালিদের বাঙালি হয়ে ওঠার প্রক্রিয়ার বহু আগে থেকে আমরা এখানে আছি।’’ প্রসঙ্গত, এই উৎকল সমাজের ব্রাহ্মণদের বাস বাঁকুড়া, মেদিনীপুর এবং পুরুলিয়ার বড় অংশ জুড়ে।

২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে তালড্যাংরা থেকে জিতেছিলেন অরূপ চক্রবর্তী। সিপিএমের হয়ে লড়েন মনোরঞ্জন পাত্র এবং বিজেপির প্রার্থী ছিলেন শ্যামল কুমার সরকার। অরূপ লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় তিন বছরের মধ্যে উপনির্বাচন হচ্ছে তালড্যাংরায়। তবে ২০২১ সালের আগে ২০১৬ সালের বিধানসভা ভোটেও ত্রিমুখী লড়াই হয়েছিল এই বিধানসভায়।

উৎকল ব্রাহ্মণ ভোটার রঙ্গ

তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে ভোটার ২ লক্ষ ৬৪ হাজার। তার মধ্যে সিমলাপাল ব্লকেই ভোটার ১ লক্ষ ৩০ হাজার। অর্থাৎ, মোট ভোটারের প্রায় অর্ধেক। সেই ১ লক্ষ ৩০ হাজারের মধ্যে উৎকল সমাজভুক্ত কমবেশি ৪৫ শতাংশ। ফলে সেই ভোট খানিকটা হলেও ‘নির্ণায়ক’। যদিও ওই সমাজের লোকজনের বক্তব্য, ‘‘পশ্চিমবঙ্গে উৎকল ব্রাহ্মণদের আবির্ভাব প্রায় ৮০০ বছর আগে। তখন সুলতানি আমল। এখনকার বাঙালিদের বাঙালি হয়ে ওঠার প্রক্রিয়ার বহু আগে থেকে আমরা এখানে আছি।’’ ফলে, তাঁরা ‘উৎকল’ নন। তাঁরা ‘বাঙালি’ই। এ কথা ঠিক যে, রাজ্যের অন্য অনেক এলাকার মতো বাঁকুড়ার এই জনপদেও গত কয়েক বছর ধরে বামের ভোট বিজেপির দিকে যাচ্ছিল। সেই প্রবণতার কারণেই ২০১৯ সালে লোকসভা ভোটে বাঁকুড়া আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল পদ্মশিবির। ২০২৪ সালে সেই ক্ষতে প্রলেপ দিয়ে বাঁকুড়া পুনরুদ্ধার করেছে তৃণমূল। তবে লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করে শাসকদল দেখেছে, তালড্যাংরা বিধানসভায় ‘লিড’ পেলেও উৎকল ব্রাহ্মণ সমাজের ভোট তারা পায়নি। সেই ভোট পড়েছিল বিজেপির বাক্সেই।

অন্য দিকে, সিপিএম হিন্দু ভোট ফেরাতে কৌশল নিয়েছে। দলের নেতারা একান্ত আলোচনায় মানছেন, বিজেপির বাক্সে চলে যাওয়া হিন্দু ভোটের কিয়দংশও ফেরাতে হলে তালড্যাংরার সমীকরণ অনুযায়ী উৎকল ব্রাহ্মণদের সমর্থন ‘পাখির চোখ’ করতে হবে। হিন্দু ভোট ফেরাতে সিপিএম এতটাই মনোনিবেশ করেছে যে, রবিবার তালড্যাংরার লক্ষ্মীসাগরে সিপিএমের গণসংগঠনগুলি ‘গণফোঁটা’র কর্মসূচি নিয়েছে। এই এলাকাতেই সিপিএম প্রার্থীর বাড়ি। যেখানে উৎকল ব্রাহ্মণেরাই সংখ্যাগরিষ্ঠ। কংগ্রেসের সামনে অবশ্য এত বিশ্লেষণের সুযোগ ছিল না। কারণ, গত কয়েকটি ভোটে তালড্যাংরায় তারা নিজেদের প্রতীকে লড়েনি। কিন্তু তারাও প্রার্থী হিসাবে উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষকেই বেছে নিয়েছে।

উৎকল ব্রাহ্মণ অঙ্ক

প্রকাশ্যে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের নেতারা বলছেন, ‘ভাল প্রার্থী’ বলে তাঁরা টিকিট করিয়েছেন। এর মধ্যে কোনও ‘সম্প্রদায়গত সমীকরণ’ নেই। তবে তালড্যাংরার জনবিন্যাস, গত লোকসভা ভোটের ফলাফল এবং চার-পাঁচ দশক আগের ভোটচিত্র বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, সেখানকার উৎকল ব্রাহ্মণ ভোটের উপর রাজনৈতিক দলগুলির ‘বাড়তি নজর’ দেওয়াটা অস্বাভাবিক নয়। একান্ত আলোচনায় সে কথা মেনেও নিচ্ছেন তিন শিবিরের নেতারা।

বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ বলেছেন, ‘‘ভাল প্রার্থী বলেই ব্লক প্রেসিডেন্টকে আমরা টিকিট দিয়েছি। এর মধ্যে অন্য কোনও বিষয় নেই।’’ তবে অরূপ এ-ও মেনে নিয়েছেন যে, তিনি লোকসভায় জিতলে বা তালড্যাংরা থেকে লিড পেলেও উৎকল ব্রাহ্মণ সমাজের সমর্থন পাওয়ার ক্ষেত্রে ঘাটতি ছিল। সিপিএম নেতা অমিয় পাত্র যেমন বলেছেন, ‘‘আমরা কোনও জাতিগত পরিচিতির ভিত্তিতে প্রার্থী করিনি। যিনি আমাদের প্রার্থী, তিনি পেশায় শিক্ষক, সমাজে তাঁর পরিচিতি রয়েছে, আরজি কর পর্বে তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্বও দিয়েছেন। সে কারণেই আমরা তাঁকে প্রার্থী করেছি।’’

তৃণমূল সূত্রে খবর, তালড্যাংরায় প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে লড়াই ছিল। অন্যতম দাবিদার হয়ে উঠেছিলেন এক নেত্রী এবং তাঁর স্বামী। সেই নেত্রী আবার জেলা পরিষদের বড় দায়িত্বে রয়েছেন। দলের অন্দরে তিনি সাংসদ অরূপের ‘বিরোধী’ শিবিরের বলেই পরিচিত। শাসকদলের একাংশের বক্তব্য, যতটা না উৎকল ব্রাহ্মণ ভোটের অঙ্কে তাদের প্রার্থী বাছাই করা হয়েছে, তার চেয়ে বেশি কাজ করেছিল এমন এক জনকে প্রার্থী করার ভাবনা, যিনি হবেন সাধারণ ভাবে দলের মধ্যে ‘সর্বজনগ্রাহ্য’। তবে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস— তিন দলের প্রার্থীরই বাড়ি ঘটনাচক্রে, সিমলাপাল ব্লকে।

উৎকল ব্রাহ্মণ সমাজ পর্ব

১৯৬৯ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তালড্যাংরায় যাঁরা বিধায়ক ছিলেন, তাঁরা সকলেই উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের। ১৯৬৯ সালে সিপিএমের মোহিনীমোহন পন্ডা জিতেছিলেন কংগ্রেসের প্রদ্যোৎ সিংহচৌধুরীর বিরুদ্ধে। দু’জনেই ছিলেন উৎকল ব্রাহ্মণ। ১৯৭১ সালে ফের জেতেন মোহিনীমোহন। ১৯৭২ সালে মোহিনীমোহনকে পরাস্ত করেন কংগ্রেসের উৎকল সমাজের নেতা ফণীভূষণ ষন্নিগ্রহি। তার পরে ১৯৭৭ এবং ১৯৮২ সালের নির্বাচনে পর পর দু’বারই জেতেন মোহিনীমোহন। তবে ১৯৮৭ সালে সেই ধারায় ছেদ পড়ে। সিপিএমের হয়ে তার পর থেকে জিততে থাকেন অমিয়, মনোরঞ্জন পাত্ররা (তাঁরা উৎকল ব্রাহ্মণ সমাজের নন)। ২০১৬ সালে পর্যন্ত এই দুই নেতাই ছিলেন সিপিএমের বিধায়ক। ২০১৬ সালে জেতেন তৃণমূলের সমীর চক্রবর্তী। ২০২১ সালে অরূপ। অর্থাৎ ১৯৮৭ সালে যে ধারায় ছেদ পড়েছিল, ৩৭ বছর পর তালড্যাংরায় সেই সমীকরণ আবার ফিরে এসেছে।

সিপিএম আশাবাদী, এই অঙ্কেই তারা বিজেপিতে যাওয়া ভোট কিছুটা হলেও ফেরাতে পারবে। তৃণমূলের নেতারা যে সমীকরণকে ‘ইতিবাচক’ বলেই মনে করছেন। কারণ, তাতে বিজেপির ভোট কমবে।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় শিরোনাম এবং ভিতরে ‘ওড়িয়া’ শব্দটি ব‍্যবহার করা হয়েছিল। যা উৎকল ব্রাহ্মণ সমাজের অনেকের ভাবাবেগে আঘাত দিয়েছে বলে তাঁরা আমাদের জানিয়েছেন। আমরা সেই মতো প্রয়োজনীয় সংশোধন করেছি। সংশোধিত প্রতিবেদনটি আবার প্রকাশ করা হল। কারও ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। তা সত্ত্বেও অনবধানবশত কেউ আঘাত পেয়ে থাকলে আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী)

অন্য বিষয়গুলি:

By Election 2024 Taldangra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy