স্পিকার নির্ধারিত আসনেই শুক্রবার বসলেন বীরভূমের সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষ। তবে তাঁর পুরনো আসনে বসতে দেওয়ার আর্জি জানিয়ে এ দিনই রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন স্বপনবাবু।
তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক স্বপনবাবুর জন্য স্পিকার নতুন আসন নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু প্রতিবাদ জানিয়ে বুধবার সেই আসনে তিনি বসেননি। সেদিন অধিবেশন কক্ষে ঠায় দাঁড়িয়েছিলেন। তবে এ দিন অধিবেশনে স্পিকার নির্ধারিত আসনেই বসেছিলেন স্বপনবাবু। স্পিকারকে চিঠি দেওয়ার পরে তিনি দাবি করেন, ‘‘আমাকে দল বহিষ্কার করেনি, অথচ স্পিকার আমাকে ট্রেজারি বেঞ্চ থেকে সরিয়ে বিরোধীদের দিকে আসন নির্ধারিত করেছেন। আমি স্পিকারকে আমার পুরনো আসনে বসতে দেওয়ার
আর্জি জানিয়েছি।’’ স্পিকার তাঁর আর্জি না মানলে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে স্বপনবাবু এ দিন জানিয়েছেন। স্পিকার অবশ্য কোনও মন্তব্য করেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy