শুভেন্দু অধিকারী। ছবি: এএনআই।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত করল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দুর নিয়োগে সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই কমিটি। নিয়োগপত্র অনুযায়ী তাঁর মেয়াদ হবে তিন বছর। তাঁকে অস্থায়ী বা ‘পার্ট টাইম’ চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। জুট কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সুযোগসুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
এই নিয়োগ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, ‘‘আমি আগেই বলেছি, কোনও পদ লাগবে না। যদি ভোটের টিকিট না দেওয়া হয়, তাতেও চলবে। একমাত্র লক্ষ্য, পশ্চিমবঙ্গকে মোদীজির হাতে তুলে দেওয়া। এর পরেও প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথ ভাবে পালন করব। এক সময় রাজ্যের শিল্পায়নের মূল ধারা ছিল এই চটকলগুলি। সেগুলির উন্নতি করার চেষ্টা করব।’’ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উনি তো বলছেন, উনি নিরাসক্ত। তাই যদি হবে তা হলে উনি এই পদ গ্রহণ করলেন কেন? এতেই বোঝা যায়, আদায়ের কোনও সুযোগ উনি ছাড়বেন না।
বস্ত্র মন্ত্রকের একাংশের দাবি, জুট কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে এত দিন একই ব্যক্তি ছিলেন। কোনও আমলা সেই পদে বসতেন। সেই প্রথা পরিবর্তন করে ‘পার্টটাইম চেয়ারম্যান’ পদটি তৈরি করা হয়েছে। লাভজনক পদের তালিকার বাইরে রাখতেই শুভেন্দুকে ‘পার্টটাইম চেয়ারম্যান’ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিধানসভা ভোটে দাঁড়ালেও তাঁকে এই পদ ছাড়তে হবে না। সূত্রের খবর, নেলি সেনগুপ্ত সরণিতে জুট কর্পোরেশনের অফিসে চেয়ারম্যানের নয়া অফিস ঘর, ভিজিটর্স রুমও তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে।
পাঁচটি উৎপাদক রাজ্য থেকে পাট কেনার মূল দায়িত্ব রয়েছে জুট কর্পোরেশনের হাতে। এ রাজ্যের প্রায় ৭০টি চটকলের নিয়ন্ত্রণও করে এই সংস্থা। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার চটকল এলাকাগুলিতে এই নিয়োগের রাজনৈতিক সুবিধা
তোলার চেষ্টা হতে পারে বলে ব্যাখ্যা রাজনৈতিক বিশ্লেষকদের।
বিজেপিতে যোগদানের পরেই শুভেন্দু জেড ক্যাটেগরি নিরাপত্তা পেয়েছেন। সূত্রের দাবি, প্রথমে তাঁকে ইজেডসিসি’র ভাইস-চেয়ারম্যান করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু নির্বাচিত মুখ্যমন্ত্রীরাই এই পদে বরাবর থেকেছেন বলে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দফতর গত সপ্তাহেই শুভেন্দুর জীবনপঞ্জি চেয়ে নেয়। জুট কর্পোরেশন বা টি-বোর্ডের মাথায় তাঁকে বসানো হবে বলে তখন ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
জুট কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে শুভেন্দু এখন কলকাতা, দিল্লি বা জেলায় জেলায় কেন্দ্রীয় বা রাজ্য সরকারি অতিথিশালা পদাধিকার বলে পেতে পারেন। সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফের পরিকাঠামোও ব্যবহার করতে পারবেন বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতায় থাকাকালীন নিজাম প্যালেস, বন্দরের অতিথিশালা, বিএসএফ-সিআরপি’র অতিথিশালা থেকেও কাজ চালাতে পারবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, পশ্চিমবঙ্গের চটকল মালিকদের বড় অংশ রাজ্যের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত। ফলে, তাঁদের সঙ্গে যোগাযোগের ফলে শিল্পমহলের বড় অংশের সঙ্গে যুক্ত হবেন শুভেন্দু। নির্বাচনে সেই যোগাযোগও কাজে লাগতে পারে বলে দাবি বিশ্লেষকদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy