তমলুকে দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র
নারদ ও সারদা-কাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের জবাবে পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। রবিবার একটি চিঠি হাতে নিয়ে কুলতলির সভা থেকে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক। ওই চিঠিটি সুদীপ্ত সেনের লেখা বলে দাবি করে অভিষেকের অভিযোগ ছিল, সারদাকর্তার কাছ থেকে টাকা নিতেন শুভেন্দু। এমনকি রাজ্য ছেড়ে যাওয়ার আগের দিনও তিনি টাকা নিয়েছিলেন। সোমবার তমলুকে দলীয় কর্মসূচি থেকে শুভেন্দু পাল্টা দাবি করেন, নবান্নের এক আইপিএস কর্তাকে কাজে লাগিয়ে জেলে থাকা সারদাকর্তাকে দিয়ে জোর করিয়ে ওই চিঠি লিখিয়ে নিয়েছে তৃণমূল।
সোমবার তমলুকে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিজেপি। সেই মঞ্চকে কাজে লাগিয়েই অভিষেকের অভিযোগের জবাব দেন শুভেন্দু। নিশানা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘‘গতকাল তোলাবাজ ভাইপো বলেছে, শুভেন্দু ঘুষখোর, মধুখোর, বিশ্বাসঘাতক। আপনাকে আমি বলি, তোলাবাজ ভাইপো, ছোট বয়স থেকে হাত পাকিয়েছে, কী করে চিটিং করতে হয়। আগে লিখতেন ‘এমবিএ’। আদরণীয়াও এখন নিজের নামের আগে ‘ডক্টরেট’ লেখা বন্ধ করে দিয়েছেন। নারদে আমাকে কাগজে মোড়া প্যাকেট দিয়েছিল বলে কটাক্ষ করছেন। তা হলে আপনার বড় জ্যেঠা, মেজ জ্যেঠা, পিসি, কাকু ববি হাকিমের কী হবে? ম্যাথুকে কে টাকা দিয়েছে? কেডি সিংহ। আর তাঁকে টাকা দিয়েছিল এই তোলাবাজ ভাইপো।’’
সেই সূত্রেই সোমবার শুভেন্দু বলেন, ‘‘জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে মিস্টার পাণ্ডে। তাঁকে বলেছেন নবান্নে থাকা জিবি সিংহ নামে এক আইপিএস। চিঠি ড্রাফট করে দিয়েছেন ভাইপোর এক অ্যাডভোকেট।’’ শুভেন্দুর আরও দাবি, ‘‘আমি ২৭ নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। আর ১ ডিসেম্বর জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে ভাইপো।’’ এর পরই শুভেন্দুর কৌশলী মন্তব্য, ‘‘আমি অত্যন্ত মর্মাহত, চিঠিতে বিমানবাবুর নাম নেওয়া হয়েছে। যিনি নিজে কাপড় কাচেন, তাঁর নাম কী ভাবে নিল?’’
শুভেন্দুর পাল্টা অভিযোগ, ‘‘তাইল্যান্ডের সিয়াম প্যারাগন ব্র্যাঞ্চে ম্যাডাম নারোলার নামে অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ৩৬ লক্ষ টাকা করে ঢুকেছে।’’ রবিবার অভিষেকের ‘তুইতোকারি’র জবাবও এ দিন দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘আমি ‘আপনি’ করে কথা বলি। ওর থেকে আমি ১৮ বছরের বড়। আদরণীয়াও মোদীকে তুইতোকারি করেন।’’
এ প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ‘‘আমরা মনে করি সুদীপেত সেনের চিঠিতে লেখা অভিযোগ সত্যি। শুভেন্দু সত্যি সত্যিই তাঁর কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন। শুভেন্দু যে সমস্ত অভিযোগ করেছেন, তা পুরোপুরি ভিত্তিহীন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy