Advertisement
০৩ নভেম্বর ২০২৪

বন্ধ কারখানা কল্যাণীতে

কাঁচামাল আনার কথা ছিল শুক্রবার। দু’মাস পরে ফের পুরোদমে উৎপাদন শুরু হওয়ারও কথা ছিল। তা তো হলই না। উল্টে এ দিন ভোরে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়া হল কারখানার গেটে।

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০৩:১৬
Share: Save:

কাঁচামাল আনার কথা ছিল শুক্রবার। দু’মাস পরে ফের পুরোদমে উৎপাদন শুরু হওয়ারও কথা ছিল। তা তো হলই না। উল্টে এ দিন ভোরে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়া হল কারখানার গেটে। এর ফলে কল্যাণী এ ব্লকের ‘ইউআইসি উদ্যোগ লিমিটেড’ নামে তার তৈরির কারখানাটির প্রায় ২৫০ শ্রমিক কাজ হারালেন। শ্রমিকদের অসহযোগিতা এবং মন্দার কারণেই কারখানা বন্ধ করে দিতে হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এই অভিযোগ মানতে চাননি শ্রমিকেরা। কারখানা খোলার দাবিতে কারখানার কাছে কল্যাণী-ব্যারাকপুর রাস্তা অবরোধ করেন তাঁরা।

অন্য বিষয়গুলি:

Suspension of work ware factory
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE