Advertisement
০৩ নভেম্বর ২০২৪

পঞ্চায়েতে প্রতি ইঞ্চিতে লড়াই চান সূর্য

প্রকাশ্যে সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে নাম না করে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও। তিনি বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আইন-কানুন মানেন না।’’

আহ্বান: সিপিএমের জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশে সূর্যকান্ত মিশ্র। শুক্রবার রামপুরহাটে। নিজস্ব চিত্র

আহ্বান: সিপিএমের জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশে সূর্যকান্ত মিশ্র। শুক্রবার রামপুরহাটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ০২:২৬
Share: Save:

পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দিলেন সূর্যকান্ত মিশ্র। শুক্রবার ২২-তম বীরভূম জেলা সম্মেলনে সিপিএম পলিটব্যুরোর ওই সদস্য বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে প্রতি ইঞ্চিতে লড়াই হবে।’’ প্রকাশ্যে সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে নাম না করে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও। তিনি বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আইন-কানুন মানেন না।’’

সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক মনসা হাঁসদা। তাঁরা সকলেই পঞ্চায়েত ভোটে লড়াই চালিয়ে জনতার হাতে পঞ্চায়েত ফিরিয়ে দেওয়ার ডাক দেন।

সূর্যকান্তবাবু বলেন, ‘‘কেউ কেউ বোঝানোর চেষ্টা করছেন যে ক্ষমতায় আসছে বিজেপি। কেউ বলছেন তৃণমূলকে হঠাতে বিজেপিতে যোগ দিতে। আমরা বলছি, বিজেপি হঠাও দেশ বাঁচাও। তৃণমূল হঠাও বাংলা বাঁচাও।’’ অনুব্রতবাবুর নাম না তিনি বলেন, ‘‘এখানে এক জন রয়েছেন, নাম মনে করতে পারছি না। তিনি নাকি বলেছেন, পঞ্চায়েত ভোটে মনোনয়ন দিতে দেবেন না। ভোটও নাকি বুঝে নেবেন। আমি বলি, যে ভাবে সাড়ে ছ’বছর ভোট করেছেন, ফাঁকায় ফাঁকায় সে ভাবেই এ বার পাশ করে যাবে ভাবলে ভুল করছেন। প্রতি ইঞ্চি মাটিতে লড়াই হবে।’’

নোট-বাতিল থেকে জিএসটি— এ সব নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেন তিনি। সূর্যবাবু বলেন, ‘‘আরএসএস, তৃণমূল মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। রাষ্ট্রের কোনও ধর্ম হয় না।’’

মহম্মদ সেলিম তাঁর বক্তৃতার শুরুতেই মুকুল রায়ের বিজেপিতে যোগদানের প্রসঙ্গ তোলেন। কেন্দ্র ও রাজ্যের সমালোচনা করে তিনি বলেন, ‘‘মানুষ একজোট হয়ে তাদের বিদায় করবে।’’

অন্য বিষয়গুলি:

Panchayat Election Surjya Kanta Mishra CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE