সুদীপ চোঙদার। ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল জেলবন্দি মাওবাদী নেতা সুদীপ চোঙদারের। শুক্রবার দুপুর সওয়া একটা নাগাদ এম আর বাঙুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্সি সংশোধনাগারের আধিকারিকরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
জেল সূত্রে খবর, জেলের মধ্যেই তাঁর মস্তিস্কের অভ্যন্তরে রক্তক্ষরণ শুরু হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
গড়বেতার বাসিন্দা সুদীপ চোঙদার লালগড় আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং সেই সময় তিনি সিপিআই(মাওবাদী) সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ছিলেন। তিনি সংগঠনে কাঞ্চন এবং বাতাস নামে পরিচিত ছিলেন।
আরও পড়ুন: ‘ম্যাডি বাবুই দুর্নীতির মাস্টার’, মোদীকে পাল্টা তোপ মমতার
২০১০ সালে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তাঁকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ইউএপি আইনে মামলা ছিল। সেই সময় থেকেই তিনি জেল বন্দি।
আরও পড়ুন: রাজীবকে জেরার আগেই কলকাতা পুলিশের পাল্টা হানা নাগেশ্বরের স্ত্রীর সঙ্গে যুক্ত সংস্থায়
তিনি অসুস্থ থাকা অবস্থায় তাঁর স্ত্রী রীণা সরকার এবং ভাইপোরা তাঁকে দেখতে এসেছিলেন। মানবাধিকার কর্মী রঞ্জিত শূর অভিযোগ করেন জেল কর্তৃপক্ষের অবহেলাতেই মৃত্যু হয়েছে এই মাওবাদী নেতার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy