Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বাড়িতে চিকিৎসা চলছে সোমনাথের

পারিবারিক সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা সামলাতে ট্রাকিওস্টমি করে তাঁর শ্বাসনালীর সঙ্গে বাইরে থেকে পাইপ জু়ড়ে দেওয়া হয়েছে। তাই আপাতত সোমনাথবাবুর কথা বলা বন্ধ। তবে তিনি লোকজনকে চিনতে পারছেন । কিছু দিনের মধ্যেই শ্বাসনালীর ওই পাইপ খুলে দেওয়া যাবে বলে চিকিৎসকদের আশা।

সোমনাথ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

সোমনাথ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৪:০৫
Share: Save:

হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে। দক্ষিণ কলকাতার বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পারিবারিক সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা সামলাতে ট্রাকিওস্টমি করে তাঁর শ্বাসনালীর সঙ্গে বাইরে থেকে পাইপ জু়ড়ে দেওয়া হয়েছে। তাই আপাতত সোমনাথবাবুর কথা বলা বন্ধ। তবে তিনি লোকজনকে চিনতে পারছেন । কিছু দিনের মধ্যেই শ্বাসনালীর ওই পাইপ খুলে দেওয়া যাবে বলে চিকিৎসকদের আশা। যখন যেমন প্রয়োজন, সেই রকম ব্যবস্থাই এখন নিতে হচ্ছে প্রাক্তন স্পিকারের স্বাস্থ্যের জন্য। তাঁর এক শুভানুধ্যায়ীর কথায়, ‘‘সোমনাথদা লড়াকু মানুষ। অসুস্থতার সঙ্গেও তাঁর প্রবল লড়াই চলছে।’’ মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা নিয়ে কিছু দিন আগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোমনাথবাবুকে। তাঁর কি়ডনিতেও কিছু সমস্যা দেখা দিয়েছিল। কয়েক দিন আগে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE