সোমনাথ চট্টোপাধ্যায়।
সরাসরি সিপিএমের নামে নয়। একাধিক অরাজনৈতিক এবং নাগরিক সংগঠনকে সামনে রেখে আয়োজন হচ্ছে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের স্মরণসভা। এমন উদ্যোগের নেপথ্যে আছেন মূলত সিপিএম নেতারাই। ‘বহিষ্কৃত’ সোমনাথবাবুর স্মরণে সরাসরি দলীয় মঞ্চ পেতে দিতে অসুবিধা আছে বলেই নানা সংগঠনের মাধ্যমে তৎপরতা দেখানো হচ্ছে বলে আলিমুদ্দিন সূত্রের ব্যাখ্যা।
সুকান্ত সেতুর কাছে আজ, বৃহস্পতিবারই ‘সিটিজেন্স ফোরামে’র উদ্যোগে হবে সোমনাথবাবুর প্রথম স্মরণসভা। উদ্যোক্তা মূলত বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়েরা। আবার কান্তিবাবুদেরই ‘প্রতিবন্ধী সম্মিলনী’র উদ্যোগে অগস্টের শেষে হবে আর একটি স্মরণসভা। একই রকম আয়োজন করবে ‘সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন’ও। যে সংগঠনের সঙ্গে আছেন রমলা চক্রবর্তী, তড়িৎ তোপদার, শ্যামল চক্রবর্তীরা। এ সবের বাইরে ‘সেভ ডেমোক্র্যাসি’ মঞ্চের সোমনাথ-স্মরণ করার কথা ১৪ সেপ্টেম্বর। শেষের দিকে সোমনাথবাবু এই মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন, পঞ্চায়েত ভোটে ‘প্রহসনে’র বিরুদ্ধে তাঁর শেষ সাংবাদিক সম্মেলনও এই মঞ্চের আয়োজনেই। সিপিএম-সহ সব দলের নেতাদেরই ‘সেভ ডেমোক্র্যাসি’র আয়োজিত স্মরণসভায় আমন্ত্রিত হওয়ার কথা।
এরই মধ্যে সিপিএমের আর এক বহিষ্কৃত প্রাক্তন সাংসদ অনিল বসু হাসপাতালে ভর্তি। শ্যামলবাবু, কান্তিবাবুরা হাসপাতালে গিয়ে তাঁর আরোগ্য কামনা করায় বাম শিবিরের একাংশে আবার গুঞ্জন ছড়িয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy