Advertisement
০৩ নভেম্বর ২০২৪
mukul roy

পিএসি-র প্রথম বৈঠক ৩০ জুলাই, মুখোমুখি হতে পারেন মুকুল-শুভেন্দু

পিএসি-র বৈঠকের পাশাপাশি, ওই দিন বিকেল তিনটেয় মুকুলের ‘দলত্যাগ’ নিয়ে শুনানি রয়েছে বিধানসভার স্পিকারের ঘরে। সেখানেও মুকুল-শুভেন্দু পরস্পরের মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে।

মুকুল এবং শুভেন্দু।

মুকুল এবং শুভেন্দু।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ২১:০৭
Share: Save:

পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র প্রথম বৈঠক আগামী ৩০ জুলাই। অর্থাৎ সামনের সপ্তাহের শুক্রবার। ওই দিন মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পিএসি-র চেয়ারম্যান মুকুল রায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভা সূত্রে বৃহস্পতিবার জানা গিয়েছে, ওই দিন দুপুর ১২টায় পিএসি-র বৈঠক হবে।

গত ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল রায়। তার পরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর বিধায়কপদ খারিজের দাবিতে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। ১৬ জুলাই বিধানসভায় স্পিকারের ঘরে দলত্যাগের অভিযোগের শুনানিতে ডাকা হয়েছিল দু’পক্ষকেই। কিন্তু ওই দিন মুখোমুখি হননি তাঁরা।

তবে আগামী ৩০ জুলাই মুকুল-শুভেন্দু মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, পিএসি-র প্রথম বৈঠকে যোগ দিতে আসতে পারেন মুকুল। সেই বৈঠকে সদস্য হিসেবে হাজির হতে পারেন শুভেন্দুও। মুকুল পিএসি-র চেয়ারম্যান হতেই বিধানসভায় আটটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়করা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, বিধানসভার সব স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেবেন। পিএসি-র বৈঠকের পাশাপাশি, ওই দিন বিকেল তিনটেয় মুকুলের ‘দলত্যাগ’ নিয়ে শুনানি রয়েছে বিধানসভার স্পিকারের ঘরে। সেখানেও মুকুল-শুভেন্দু পরস্পরের মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

mukul roy Shuvendu Adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE