Advertisement
২৩ জানুয়ারি ২০২৫

ছাত্র-ভোটেও জোটের ডাক এসএফআইয়ের

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন ফের চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। চারটি বিশ্ববিদ্যালয়ে প্রথমে নির্বাচনের তোড়জোড় চলছে।

এ বার ছাত্র ফ্রন্টেও উঠে এল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোটের ডাক। ছবি: সংগৃহীত।

এ বার ছাত্র ফ্রন্টেও উঠে এল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোটের ডাক। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০০:৪৫
Share: Save:

বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে লড়ছে বামফ্রন্ট। সিপিএম এবং কংগ্রেসের রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে আন্দোলন ও নির্বাচনে জোট বেঁধেই তাঁরা এগোতে চান। এ বার ছাত্র ফ্রন্টেও উঠে এল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোটের ডাক।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন ফের চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। চারটি বিশ্ববিদ্যালয়ে প্রথমে নির্বাচনের তোড়জোড় চলছে। শান্তিপূর্ণ ছাত্র-ভোটের জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-ও বুধবার শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভাবে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ভোট করানোর দাবি তুলেছে। সেই সূত্রেই এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন, ‘‘রাজ্য জুড়ে ছাত্রভোটে এ বার আমাদের স্লোগান ‘টিএমসিপি হারাও, এবিভিপি তাড়াও’। টিএমসিপি এবং এবিভিপি-র বিরুদ্ধে ছাত্র সমাজের জনমত একত্রিত করতে সর্বতো ভাবে চেষ্টা করবে এসএফআই। ছাত্র সমাজের কাছে আহ্বান, এই দুই শক্তিকে পরাস্ত করে শিক্ষার অধিকার, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াইকে প্রসারিত করো।’’ কংগ্রেস সূত্রের বক্তব্য, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে ক্যাম্পাসে লড়াইয়ে তাদের ছাত্র সংগঠনেরও অসুবিধা নেই।

কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি ও নানা সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৮ জানুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী এবং অন্যান্য কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। ধর্মঘটের সমর্থনে এ দিন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে কনভেনশন হয়েছে। এসএফআই এ দিনই জানিয়েছে, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে ৮ জানুয়ারিই সারা রাজ্যে ছাত্র ধর্মঘট করবে চারটি বাম ছাত্র সংগঠন। তার আগে ধর্মঘটের সমর্থনে হবে সই সংগ্রহ।

অন্য বিষয়গুলি:

SFI Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy