ট্রাফিক আইন ও পথবিধির কড়াকড়ি, হাজারো প্রচার সত্ত্বেও দুর্ঘটনা কমানো যাচ্ছে না। এ বারেও ১ এপ্রিল থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে পুলিশ-প্রশাসন। সেই কর্মসূচিতে স্কুলের পড়ুয়াদেরও সামিল করানোর নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দফতর।
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বা ‘সামলে চালাও, জান বাঁচাও’ স্লোগান দিয়ে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি তৃতীয় থেকে দশম শ্রেণির পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। স্কুলশিক্ষা দফতরের কর্তাদের বক্তব্য, পথ নিরাপত্তার পাঠ নিলেই দায়িত্ব শেষ হবে না। স্কুলপড়ুয়ারা পথে নেমে যানবাহন নিয়ন্ত্রণ করলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে। তাই একেবারে পুলিশের সঙ্গে পা মিলিয়ে প্রতিদিনই কিছুটা সময় কাজ করবেন পড়ুয়ারা। ৭ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘সামনে দিয়ে বিনা হেলমেটে মোটরবাইক চলে গেলেও অনেক ক্ষেত্রে পুলিশ কিছু করে না। এগুলো বন্ধ করতে হবে।’’ যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক গোপালচন্দ্র নন্দীর বক্তব্য, পথ নিরাপত্তা নিয়ে পড়ুয়াদের সচেতনতা বাড়ানো খুবই প্রয়োজন। এই ধরনের কর্মসূচি নিলে সেটা বাড়ে। পরীক্ষার জন্য পড়ুয়াদের সে-ভাবে এই কর্মসূচিতে নামানো যাচ্ছে না বলে জানান হিন্দু স্কুলের প্রধান শিক্ষক তুষার সামন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy