উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য দেড় হাজারের বেশি চাকরিপ্রার্থীকে এ বার ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠাল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার এই মর্মে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই জারি করা হয়েছে ওই বিজ্ঞপ্তি।
২০১৬ সালে ওই নিয়োগের জন্য পরীক্ষা হয়। কিন্তু সেই মেধাতালিকা বাতিল হয়ে যায় উচ্চ আদালতের নির্দেশে। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুজোর পর ইন্টারভিউতে ডাকা হবে চাকরিপ্রার্থীদের। এই নিয়োগের জন্য ২০১৬ সালে প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি) হয়। কিন্তু সেই পরীক্ষার মেধাতালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। এর পর তা নিয়ে আদালতে মামলাও হয়। উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, ওই মেধাতালিকা বাতিল করতে। পাশাপাশি, নির্দেশ দেওয়া হয় নতুন করে ইন্টারভিউ নিতে হবে।তার পরেই এসএসসির শুক্রবারের বিজ্ঞপ্তি প্রকাশ।
আরও পড়ুন:
-
টেট মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে, রায় স্থগিত, স্থগিতাদেশ বহাল মানিকের গ্রেফতারিতেও
-
অ্যাম্বুল্যান্সে থরে থরে ২,০০০-এর বান্ডিল দেখে থ পুলিশ, নোটে লেখা ‘রিভার্স ব্যাঙ্ক অব ইন্ডিয়া’!
-
সপ্তমী থেকে বৃষ্টির ভয়ে পঞ্চমীতেই মণ্ডপমুখী মানুষ, ভিড় ‘অভূতপূর্ব’, বলছেন উদ্যোক্তারা
-
কাবুলের বিস্ফোরণে হত শতাধিক পড়ুয়া, আহত বহু, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন আত্মঘাতী হামলা
মোট এক হাজার ৫৮৫ জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই ইন্টারভিউ শুরু। এসএসসির ওয়েবসাইট (www.westbengalssc.com) থেকে চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের চিঠি ডাউনলোড করতে পারবেন। এর পর নানা নথি নিয়ে কমিশনের দফতরে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।