‘বব বিশ্বাস’ অতীত। ১৬ মে থেকে বড় পর্দা জুড়ে শুধুই ‘বেলাল মালিক’ ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়! এই প্রথম তিনি ‘একেনবাবু’র পরিবারের সদস্য। আগামী মাসে মুক্তি পেতে চলেছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বেনারসে বিভীষিকা’। পরিচালক আনন্দবাজার ডট কমকে বলেছেন, “এসভিএফ প্রযোজিত এই ছবিতে শাশ্বতর নয়টি চেহারা!”
“গল্প দাদু থেকে পুলিশ হয়ে পার্শি, কী সাজেননি তিনি”, তৃপ্ত কণ্ঠে ঘোষণা জয়দীপের। দাবি, শহরে নতুন বহুরূপীর দেখা মিলবে শাশ্বতর হাত ধরে। শাশ্বতকেই ভাবলেন কেন? প্রশ্নর জবাবে পরিচালক জানিয়েছেন, এই চরিত্রে এত রং, এত বিন্যাস, একে একমাত্র শাশ্বত-ই জীবন্ত করতে পারবেন। পরিচালক তাঁকে সাজিয়েও তৃপ্তি পেয়েছেন। ‘একেনবাবু’ ওরফে অনির্বাণ চক্রবর্তী ছবির মুখ্য অভিনেতা। শাশ্বত কি তা হলে খলনায়ক? ভাঙতে চাননি জয়দীপ। টলিপাড়ায় খবর, অভিনেতাকে সম্ভবত ধূসর চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন:
পরিচালকের চোখে শাশ্বতর কোন সাজ বেশি সুন্দর মনে হয়েছে?
জয়দীপের কথায়, “সব লুকে অপু নিখুঁত। তার মধ্যে পার্শি লুকে বেশি মানিয়েছে।” ছবির পুরো শুটিং হয়েছে বারাণসীর আনাচে কানাচে। আগামী ‘একেনবাবু’ ফ্রাঞ্চাইজিতেও শাশ্বতকে দেখা যাবে? “এখনই এ বিষয়ে বলা সম্ভব নয়”, বললেন জয়দীপ।