এলাকায় পুলিশ। নিজস্ব চিত্র।
ফের তৃণমূল বিজেপি সংঘর্ষ। এবং ফের বীরভূম। গত বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক হানাহানির জেরে রাজ্যের যে অঞ্চলগুলির নাম সামনে এসেছে তার একেবারে প্রথম সারিতেই রয়েছে বীরভূম জেলা। সেই রাজনৈতিক সংঘর্ষের তালিকায় শুক্রবার রাত থেকে ফের এক বার যুক্ত হল সাত্তোরের নাম। শুক্রবার রাত থেকে সাত্তোর এবং সংলগ্ন গ্রামগুলিতে একাধিক বার হামলা হয় তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে। যার রেশ চলছে শনিবার সকালেও।
প্রচুর পরিমাণে বোমা এবং আগ্নেয়াস্ত্র মজুদ আছে, এই অভিযোগে এ দিন সকালে সাত্তোর বাস স্ট্যান্ডের কাছে তৃণমূলের দলীয় কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশকে বারবার বলেও কোনও ফল হচ্ছে না বলে এ দিনও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, “ওই কার্যালয়ে বোমা থাকার বিষয়ে নিশ্চিত আমরা। পাশাপাশি একাধিক বাড়ি রয়েছে। বাস স্ট্যান্ডের সামনে হওয়ায় ভিড়ও থাকে বেশ। কোনও ভাবে বিস্ফোরণ হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা পুলিশকে বলেছি কার্যালয়ের তালা ভেঙে বোমা উদ্ধার করতে। কিন্তু এখনও পুলিশের তরফে কিছু করা হয়নি।”
সাত্তোর ছাড়া গত কাল রাত থেকেই পলাশি, তালিবপুর, গোলাপবাগ চলছে ব্যাপক সংঘর্ষ। ভাঙচুড় চালানো হয় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ মোস্তাফার গাড়ি। বিজেপি কর্মীরা তাঁকে খুন করতে চেয়েছিল বলে দাবি করেন মোস্তাফা। সাত্তোরে গত কাল প্রায় ছ’ঘণ্টা পথ অবরোধও করে বিজেপি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy