ফল প্রকাশের পর দ্রুত কাউন্সিলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।—ফাইল চিত্র।
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে আগামী ৭ অগস্ট। তবে, করোনা পরিস্থিতিতে এ বার কাউন্সিলিং হবে অনলাইনে। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। করোনা পরিস্থিতিতে সেই ফল প্রকাশে বিলম্ব হচ্ছিল। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে। এ বার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পর দ্রুত কাউন্সিলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, “সব কিছুই এ বার অনলাইনের মাধ্যমে হবে। ৭ তারিখ ফল প্রকাশের পর কাউন্সিলিং হবে অনলাইনে।”
ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেও, ওই দিন কখন থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি। এ বিষয়ে খুব শীঘ্রই বোর্ডের তরফে ঘোষণা করা হবে। বোর্ডের অনেক আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে পার্থবাবু বলেন, “অনেকই করোনায় আক্রান্ত হয়েছে। তার পরেও আমরা ফল প্রকাশের চেষ্টা করছি।”
আরও পড়ুন: সিঙ্গাপুরে প্রয়াত অমর সিংহ, কিডনির অসুখে ভুগছিলেন দীর্ঘ দিন
আরও পড়ুন: আদালত অবমাননা আইন ‘মৌলিক অধিকারের পরিপন্থী’! চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy