Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Joint Entrance

৭ অগস্ট রাজ্যে জয়েন্টের ফল, কাউন্সেলিং হবে অনলাইনে

চলতি বছরের ২ ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। করোনা পরিস্থিতিতে সেই ফল প্রকাশে বিলম্ব হচ্ছিল।

ফল প্রকাশের পর দ্রুত কাউন্সিলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।—ফাইল চিত্র।

ফল প্রকাশের পর দ্রুত কাউন্সিলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২০ ১৯:১৫
Share: Save:

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে আগামী ৭ অগস্ট। তবে, করোনা পরিস্থিতিতে এ বার কাউন্সিলিং হবে অনলাইনে। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। করোনা পরিস্থিতিতে সেই ফল প্রকাশে বিলম্ব হচ্ছিল। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে। এ বার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পর দ্রুত কাউন্সিলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, “সব কিছুই এ বার অনলাইনের মাধ্যমে হবে। ৭ তারিখ ফল প্রকাশের পর কাউন্সিলিং হবে অনলাইনে।”

ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেও, ওই দিন কখন থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি। এ বিষয়ে খুব শীঘ্রই বোর্ডের তরফে ঘোষণা করা হবে। বোর্ডের অনেক আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে পার্থবাবু বলেন, “অনেকই করোনায় আক্রান্ত হয়েছে। তার পরেও আমরা ফল প্রকাশের চেষ্টা করছি।”

আরও পড়ুন: সিঙ্গাপুরে প্রয়াত অমর সিংহ, কিডনির অসুখে ভুগছিলেন দীর্ঘ দিন

আরও পড়ুন: আদালত অবমাননা আইন ‘মৌলিক অধিকারের পরিপন্থী’! চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE