ফাইল চিত্র।
টিপু সুলতান মসজিদের ইমাম নূর-উর রহমান বরকতির গাড়ি থেকে খুলে নেওয়া হল লালবাতি।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার দুপুরে বরকতির বাড়িতে গিয়েছিলেন। ইমামকে তিনি দু’টি বার্তা দেন। এক, তাঁকে গাড়ি থেকে লালবাতি খুলে নিতে হবে। দুই, ধর্মনিরপেক্ষতার পক্ষে ক্ষতিকর প্ররোচনামূলক মন্তব্য বন্ধ করতে হবে। এর কিছু ক্ষণের মধ্যেই সাদা পোশাকের কয়েক জন পুলিশকর্মী টিপু সুলতান মসজিদে ঢুকে বরকতির গাড়ি থেকে লালবাতি খুলে নেন বলে জানা গিয়েছে।
সেই সময় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তৎক্ষণাৎ সেই খবর তাঁর ফোনে আসে। তিনি সাংবাদিকদের জানান, বরকতির গাড়ি থেকে লালবাতি খুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরকতির বিরুদ্ধে সরব টিপু সুলতান মসজিদ কর্তৃপক্ষই
ফিরহাদ এ দিন বরকতির সঙ্গে দেখা করতে প্রথমে টিপু সুলতান মসজিদেই গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁকে না পেয়ে তাঁর বাড়িতে যান ফিরহাদ। বরকতির সঙ্গে মিনিট ১৫ কথা হয় তাঁর। তার পরেই মন্ত্রী বেরিয়ে আসেন বরকতির বাড়ি থেকে।
এ দিন সিদ্দিকুল্লা চৌধুরী স্বাধীন ভারতে থেকে পাকিস্তানের পক্ষে সওয়াল করার জন্য বরকতিকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে দাবি করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে গাড়িতে লালবাতি ব্যবহার করা এবং লাগাতার উগ্র মন্তব্য করে রাজ্যের ধর্মনিরপেক্ষ পরিবেশকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য বরকতিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর দালাল বলেও মন্তব্য করেছেন সিদ্দিকুল্লা। তাঁর কথায়, ‘‘বরকতির সঙ্গে আরএসএস-এর লেনদেন আছে। উনি আরএসএস-এর দালাল। সেই কারণেই উনি এমন সব কাণ্ড করছেন, যাতে আরএসএস হাতিয়ার পায়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy