রামপুরহাট স্টেশনে লিফলেট বিলি করছেন কর্মীরা। —নিজস্ব চিত্র।
সকাল ৭টা ১০। মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ঢুকতেই শ্লোগানে মুখরিত হয়ে উঠল রামপুরহাট স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম। রবিবার ছুটির দিন। এমনিতেই স্টেশনে ভিড় কম। যে সমস্ত যাত্রী ইন্টারসিটি এক্সপ্রেসে চাপলেন তাঁদের অধিকাংশ তারাপীঠে মাতারা দর্শনে এসেছিলেন। ওই সমস্ত যাত্রী এবং যে সমস্ত যাত্রীরা রামপুরহাট স্টেশনের উপর দিয়ে তাঁদের গন্তব্যে যাচ্ছিলেন তাঁদের হাতে বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মিকে ভোট দেওয়ার জন্য লিফলেট ধরিয়ে দিচ্ছেন দলীয় কর্মীরা।
ট্রেনটি রামপুরহাট স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় না। তাই ট্রেন স্টেশনে ঢুকতেই জানলা দিয়ে কংগ্রেসকর্মীরা যাত্রীদের হাতে লিফলেট ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে ইন্টারসিটি এক্সপ্রেস স্টেশন ছেড়ে যেতেই মাইকে ঘোষণা ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে রামপুরহাট-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ছাড়বে। শুনেই প্রায় ৫০ জন কর্মী লাফ দিয়েই ৩ নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে গেলেন। কেউ আবার ওভারব্রিজ ধরলেন। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ মনি বললেন, “আমরা কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কেটেই প্রচার করছি।” আবারও মাইকে ঘোষণা। এ বার ২ নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান-মালদহ প্যাসেঞ্জার ট্রেন আসছে। বিলম্ব না করে কর্মীরা ৩ থেকে ২-এ চলে গেলেন। তখন প্ল্যাটফর্মে মুরারই, নলহাটি, রাজগ্রাম, পাকুড়, ধুলিয়ান, ফরাক্কা, মালদহ যাওয়ার প্যাসেঞ্জাররা ট্রেনের অপেক্ষা করছেন। লিফলেটে কেউ ভাল করে পড়লেন, কেউ পকেটে রেখে দিলেন। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই কংগ্রেস কামরায় উঠে লিফলেট বিলি শুরু করেন। যাত্রীদের মধ্যে অনেকের জিজ্ঞাসা, “যাঁর হয়ে এই প্রচার তিনি কোথায়?” উত্তর এল, বাইরে প্রচার করছেন। জানলা দিয়ে উঁকি মেরে প্রার্থীর দেখা পেলেন না যাত্রীরা। উপস্থিত আইএনটিইউসি’র জেলা সভাপতি মিল্টন রশিদ বললেন, “জিম্মিদা দুবরাজপুরে প্রচার করতে বেরিয়েছেন।”
কংগ্রেস কর্মীদের কথায়, “রবিবার ছুটির দিন। আমরা দেখলাম, অনেক মানুষকে এক জায়গায় পেতে গেলে স্টেশন চত্বর কিংবা বাসস্ট্যান্ড এলাকায় প্রচার চালানো উপযুক্ত জায়গা। সে জন্য এ দিন সকালে প্রথমে রামপুরহাট স্টেশনে পরে ট্রেনে করে সাঁইথিয়া পর্যন্ত প্রচার করি। একই ভাবে রামপুরহাট বাসস্ট্যান্ডেও প্রচার করা হয়েছে।”
শুধু কংগ্রেস নয়, রবিবার থেকে টানা তিন দিন ছুটিকে কাজে লাগাতে প্রত্যের রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি রয়েছে। এ দিন সকালে সিউড়িতে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের সঙ্গে কর্মিসভা সেরে দুবরাজপুরের হেতমপুরে চলে আসেন শতাব্দী রায়। সঙ্গে ছিলেন স্বামী মৃগেন রায়। বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাখানেক হেতমপুরে রোড শো করেন শতাব্দী। বিকেল তিনটের সময় মহিলা কর্মীদের নিয়ে দুবরাজপুর ধর্মশালায় কর্মিসভা করেন তিনি। বীরভূম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী কামরে ইলাহিও খয়রাশোলের বড়রা, পারশুণ্ডী, নাকরাকোন্দা, লোকপুর, খয়রাশোল-সহ ৬টি অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রাচার করেন। সকাল সাড়ে ৬টায় বড়ি থেকে বেরিয়ে দিনভর খয়রাশোলে প্রচার চালিয়ে বাড়ি ফেরেন ওই সিপিএম প্রার্থী।
সহ প্রতিবেদন: দয়াল সেনগুপ্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy