মাঝে আর মাত্র দশ দিন। তার পরেই তারাপীঠে কৌশিকী অমাবস্যা ঘিরে প্রায় প্রতিবারের মতো লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটবে। এই আশঙ্কায় ভিড় সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে তৎপরতা এবং প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলার পুলিশ-প্রশাসন থেকে মন্দির কমিটি।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘এবারে অমাবস্যার আগের দিন শনিবার পড়েছে। এছাড়া রবিবার অমাবস্যা হওয়ার জন্য পুণ্যার্থীদের ভীড় বেশি হবে বলে মনে করা হচ্ছে। সেই জন্য ইতিমধ্যে মন্দির কমিটি আগে থেকে নিজেদের মধ্যে এক প্রস্থ মিটিং করে নিয়েছে।” তিনি জানান, এবারে ভীড়ের আশঙ্কায় একশ জনের বেশি বেসরকারি নিরাপত্তা রক্ষী মন্দির চত্ত্বরে মোতায়েন করা হবে।
অন্য দিকে, বুধবার রামপুরহাট মহকুমা প্রশাসনিক ভবনে পুলিশ, দমকল, রেলপুলিশ, বিদ্যুৎ দফতর, জনস্বাস্থ্য কারিগরী দফতর, বিডিও, গ্রাম পঞ্চায়েত প্রধান, তারাপীঠ লজ মালিক সমিতি, তারাপীঠ মন্দির কমিটি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মহকুমাশাসক উমাশঙ্কর এস। মহকুমাশাসক বলেন, “মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, স্যানিটেশন, অস্থায়ী শৌচালয় নির্মাণ এই সমস্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
কৌশিকী অমাবস্যা ঘিরে পুলিশও তাঁদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এসডিপিও (রামপুরহাট) মঙ্গলবার তারাপীঠে অটো এবং ট্রেকার চালক, লজমালিক সমিতি, বিডিও গ্রাম পঞ্চায়েত প্রধান, জন স্বাস্থ্য কারিগরী দফতর এবং অন্যান্য বিভাগকে নিয়ে একটি বৈঠক করেন।
এসডিপিও বলেন, “লজ মালিকদের ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের পরিচয় পত্র এবং প্রমাণ সহ নাম ঠিকানা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যানজট এড়াতে মনসুবা মোড়, আটলা মোড়, চাকপাড়া মোড়, তারাপীঠ বাস স্ট্যান্ড এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে। এর জন্য সমস্ত জায়গায় পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন পুলিশকর্মী মোতায়েন করা হবে। অটো এবং ট্রেকার এর উপর নম্বর সহ পুলিশ সহায়তা নম্বর দেওয়া থাকবে। অন্য দিকে, গত বার কৌশিকী অমাবস্যার সময় বিদ্যুৎ সরবরাহ ব্যহত হওয়ার জন্য রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিককে শো কজ করা হয় এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এবছরে বিদ্যুৎ সরবরাহর ক্ষেত্রে ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির বীরভূম রিজিয়নের ম্যানেজার তপন দে। তিনি বলেন, “রামপুরহাটের মনসুবা মোড় ১৩২ কেভি সাবস্টেশন থেকে এবারে তারাপীঠের জন্য আলাদা লাইন যেমন করে দেওয়া হয়েছে। আরও উন্নত বিদ্যুৎ সরবরাহের জন্য তারের ব্যবস্থা করা হয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy