প্রতীকী চিত্র।
এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার রাধানগর গ্রামের লোহার পাড়ায়। মৃতের নাম শ্রাবণী লোহার (৭)। দিন মজুর লক্ষ্মী লোহারের মেয়ে শ্রাবণী রাধানগর বোর্ড প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
সোমবার রাতে খাওয়ার পরে শোওয়ার তোড়জোড় করছিলেন বাড়ির সবাই। হঠাৎ শ্রাবণী জানায়, তার পেট ব্যথা করছে এবং বমি করতে থাকে। সেই সঙ্গে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, দু’চোখও বুজে আসছিল তার। অবস্থার অবনতি হওয়ায় রাত প্রায় তিনটে নাগাদ তাকে রাধানগর গ্রামের বিষ্ণুপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় শ্রাবণীর মৃত্যু হয়।
বিষ্ণুপুরের ব্লক মেডিক্যাল অফিসার হিমাদ্রীকুমার ঘটক বলেন, ‘‘আমরা সব রকম চেষ্টা দ্রুততার সঙ্গে করেছিলাম। প্রাথমিক ভাবে অনুমান, মেয়েটিকে সাপে কেটেছিল। সে জন্য রাতে ওই সময়ে থাকা চিকিৎসক এভিএস ইঞ্জেকশন দিয়েছিলেন। কিন্তু একে ছাত্রীটির যুঝবার ক্ষমতা কমে গিয়েছিল, তার উপরে দেরি করে এনেছিলেন। তাই শেষ রক্ষা করা যায়নি। তবে মৃত্যু কারণ নিশ্চিত করতে, ময়নাতদন্তের জন্য বলেছি।’’
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কর্মী তথা শ্রাবণী স্কুলের শিক্ষক সৌম্য বন্দ্যপাধ্যায় বলেন, ‘‘কালাচের বিষ মারাত্মক। ওই মেয়েটির যে সব উপসর্গ দেখা গিয়েছিল, তাতে মনে হচ্ছে, তাকে কালাচ কেটেছে। তবে সময়মতো এবং ঠিকমতো চিকিৎসা করা গেলে কালাচের ছোবলের পরেও বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে।’’
চিকিৎসকেরা জানাচ্ছেন, বর্ষা কালে সাপের ছোবল এড়াতে বাড়ির আশেপাশ পরিষ্কার রাখা দরকার। রাতে অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙিয়ে শোওয়া উচিত। জুতো পরার আগে ঝেড়ে নেওয়া দরকার। মাটির বাড়ীতে ইঁদুরের গর্ত থাকলে বুজিয়ে নেওয়া দরকার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy