প্রস্তুতি: বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে চলছে বৈঠক। —নিজস্ব চিত্র।
প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উপলক্ষে বোলপুর ডাকবাংলো মাঠে ১৩ ও ১৪ নভেম্বর দফতরের ২১ তম রাজ্য সম্মেলন
অনুষ্ঠিত হবে। তার রূপরেখা ঠিক করতে মঙ্গলবার দুপুরে বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে প্রাক প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে ছিলেন রাজ্য প্রাণীসম্পদ বিকাশ দফতরের অধিকর্তা ক্যাপ্টেন আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, উপ অধিকর্তা স্বরূপ বক্সী, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বোলপুরের মহকুমাশাসক শম্পা হাজরা-সহ দফতরের অন্য কর্তাব্যাক্তিরা।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উপলক্ষে রাজ্যের প্রতিটি ব্লকে দফতরের পক্ষ থেকে একটি করে শিবির করা হবে। এ ছাড়া ১৩ ও ১৪ নভেম্বর বোলপুর ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হবে ২১তম রাজ্য সম্মেলন। বর্ণাঢ্য একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে সম্মেলনের সূচনার পরে প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, প্রাণীপালনের প্রশিক্ষণ থেকে শুরু করে প্রাণীর বিকাশমূলক আলোচনা ও শিবির করা হবে।
প্রাণীসম্পদ বিকাশ দফতরের উপ অধিকর্তা স্বরূপ বক্সী বলেন, “এ বার রাজ্য সম্মেলনের জন্য বোলপুরকে বাছা হয়েছে। তারই প্রস্তুতি নিয়ে মিটিং করা হল। প্রাণী বিকাশের উপরে জোর দিতে প্রতিটি ব্লকেও শিবির করার সিদ্ধান্ত নিয়েছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy