সোমবার বিকেলে ঝড়ে পড়ে গেল গাছ। দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ পুরুলিয়া-বরাকর রাস্তায়, পুরুলিয়া শহরের গোশালায়। ছবি: সুজিত মাহাতো
টানা চার দিন দাবদাহ চলার পরে সোমবার বিকেলে বৃষ্টি হওয়ায় সামান্য স্বস্তি মিলল পুরুলিয়ার কিছু এলাকায়। সোমবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের থেকে ২ ডিগ্রি কম। তবে বিকেলের দিকে পুরুলিয়া শহর ও লাগোয়া এলাকায় ঝড়বৃষ্টি হয়। ঝড়ের দাপটে পুরুলিয়া-বরাকর রোডে পুরুলিয়া শহরে গোশালা এলাকায় রাস্তার উপরে গাছ পড়ে যায়। গাছ পড়ে যায় শহরের উপকন্ঠে বোঙাবাড়ি এলাকাতেও। পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া মফস্সল থানার টামনাতেও রাস্তার উপরে গাছ পড়ে যায়। গাছ পড়ে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হয়। শহর ও শহর লাগোয়া এলাকায় কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ঝড়ে হেলে পড়ে। তার জেরে বিকেল থেকেই বিদ্যুৎ বিভ্রাটের খবরও মিলেছে শহর ও শহর লাগোয়া এলাকা থেকে। ঝড়ের দাপট ততটা না থাকলেও বৃষ্টি হয় বলরামপুর, আড়শা, হুড়া, কাশীপুরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy