পাথরচাপুড়ির মাঠে জনসভা জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের। রবিবার বিকেেল। নিজস্ব চিত্র
নিয়ম মেনে বিজেপিকে আক্রমণ তো ছিলই। ছুঁয়ে গেলেন ‘পাঁচন’ লব্জও। রবিবার সিউড়ি ১ ব্লকের পাথরচাপুড়ি ফুটবল ময়দানে জনসভায় চেনা মেজাজে রইলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জেলা সভাপতির নানা কথায় উঠল হাততালির ঝড়।
তৃণমূল সূত্রের খবর, সিউড়ি ১ ব্লকে সভা এত দিন দলীয় জনসভা হয়ে এসেছে কড়িধ্যায়। তুলনায় বড় মাঠেও যথেষ্ট সংখ্যায় কর্মী, সমর্থকেরা হাজির ছিলেন। কানায় কানায় ভর্তি ছিল মাঠ। অনুব্রতর সঙ্গী ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। ব্যান্ড, ঢাক, কীর্তন সব মিলিয়ে জমজমাট আয়োজন ছিল জেলার শীর্ষ নেতার জন্য। মঞ্চে অনুব্রতকে ভারতনাট্যম নেচে স্বাগত জানায় খুদে শিল্পীরা।
যে গ্রাম পঞ্চায়েত এলাকায় পাথরচাপুড়ি পড়ে, সেই নগরী গ্রাম পঞ্চায়েতের জন্য ১০টি সাবমার্সিবল ও দুটি নতুন রাস্তা দেওয়ার ঘোষণা করেন অনুব্রত। দলকে চাঙ্গা করতে ব্লকে ব্লকে জনসভা করার কর্মসূচি নিয়েছে শাসকদল। উন্নয়নের বার্তা এলাকায় নতুন করে পৌঁছে দিতে এবং খামতি বুঝতে বীরভূমের ১৯টি ব্লক ছাড়াও আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম সব ব্লকেই এই আয়োজন। মূল বক্তা দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই। সেই সূত্র ধরেই সিউড়ি ১ ব্লকে সভা হল এ দিন। দল সূত্রে জানানো হয়েছে, ব্লকে ব্লকে আয়োজিত জনসভা দিয়েই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy