রঙিন: পুরুলিয়া রবীন্দ্রভবনে শ্রমিক মেলা। ছবি: সুজিত মাহাতো
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। এই বার্তা দিয়ে বুধবার থেকে পুরুলিয়া রবীন্দ্রভবনে শুরু হল শ্রমিক মেলা। এ দিন মেলার উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো।
শ্রম দফতরের যুগ্ম শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত বলেন, ‘‘দেশের কর্মক্ষম ৯৪ শতাংশ মানুষই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। রিকশা চালক, ঠেলা চালক, হকার, নির্মাণকর্মী-সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষার সমস্ত প্রকল্পগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। শ্রমিকেরা যাতে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেন, সেই উদ্দেশেই শ্রমিক মেলার আয়োজন।’’
মন্ত্রী জানান, তৃণমূল সরকার আসার পরে রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা বেড়েছে। আগে এই সংখ্যা ছিল ২৬.৮৬ লক্ষ। বর্তমানে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা ৯২.০৪ লক্ষ। শ্রমিকেরা যাতে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন, সেই লক্ষ্যেই বিভিন্ন মহকুমায় এই মেলার আয়োজন। তিনি বলেন, ‘‘আমরা চাই, শ্রমিকেরা নিজেদের নাম নথিভুক্ত করুন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করে নিজেদের জীবনের মানোন্নয়ন করুন।’’
সাংসদ মৃগাঙ্ক মাহাতো প্রস্তাব দেন, ‘‘শ্রমিকেরা যাতে জেলা সদরে বা বিভিন্ন ব্লকে নিজেদের নাম সহজে নথিভুক্ত করাতে পারেন, সে জন্য বিভিন্ন কেন্দ্র খোলা দরকার। এই কেন্দ্রগুলির নাম দফতরের পক্ষ থেকে জানানো দরকার।’’ মহকুমা সহ শ্রম মহাধ্যক্ষ (পুরুলিয়া সদর পূর্ব) শ্রী চন্দ্রচূড় পান বলেন, ‘‘বিভিন্ন ব্লক বা শহরের তথ্যমিত্র কেন্দ্রগুলি থেকে শ্রমিকেরা নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন।’’
দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় নথিভুক্ত শ্রমিকের সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৬৫৭ জন। তাঁদের মধ্যে ৪২ হাজার ৩৬২ জনকে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে সুবিধা প্রদান করা হয়েছে। এ দিন মেলার মঞ্চ থেকে ৫১৪ জন নথিভুক্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বা তাঁদের নিকটাত্মীয়ের হাতে ৭৮ হাজার টাকার বেশি আর্থিক সুবিধা দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy