স্কুলে শিবিরের চল রয়েছে। এ বার মন্দিরেও শিবির করবে বীরভূম চাইল্ড লাইন।
শিশুদের যৌন হেনস্থা, পাচার এবং বাল্যবিবাহ নিয়ে সচেতনতা বাড়াতে প্রত্যন্ত এলাকার মন্দিরে মন্দিরে শিবিরগুলি হবে। সমান্তরাল ভাবে প্রচার চলবে স্কুলেও। শুক্রবার পাড়ুই এবং বক্রেশ্বর এলাকার প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র হাইস্কুল এবং উচ্চ বিদ্যালয়ে শিবির হয়।
বীরভূম চাইল্ড লাইনের জেলা কাউন্সেলার মাধবরঞ্জন সেনগুপ্ত এবং সদস্য ধীমান ভট্টাচার্য জানান, বাল্যবিবাহের ব্যাপারে পুরোহিতদের সচেতন করতেই মন্দিরে প্রচারের পরিকল্পনা। শুক্রবার পাড়ুই থানার বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠেও শিবির হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন সাহা, পঞ্চায়েতের প্রধান নারায়ণ দাস সহ পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে আলোচনা করেন তাঁরা। শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে যৌন হেনস্থা, শিশু পাচার এবং বাল্যবিবাহ নিয়ে বিশেষ ভাবে তৈরি তথ্যচিত্র এবং স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কমল’ দেখানো হয়। একই ভাবে নরসুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এবং তাদের অভিভাবকদের সঙ্গে চাইল্ড লাইনের হেল্প নম্বর ১০৯৮ এর ব্যবহার নিয়ে আলোচনা করেন আয়োজকেরা। দুবরাজপুর বিধানসভার বক্রেশ্বর জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক মুখোপাধ্যায় এবং অভিভাবকদের একাংশকে নিয়ে ওই এলাকায় শিবির করেন চাইল্ডলাইনের জেলা কোঅর্ডিনেটর দেবাসিশ ঘোষ এবং সদস্যা মধুমিতা হাজরা। শিবির হয়েছে লাগোয়া যশপুরেও। বাল্যবিবাহের ব্যাপারে পুরোহিতদের সচেতন করতেই মন্দিরে প্রচারের পরিকল্পনা নিয়েছে চাইল্ডলাইন।
দেবাশিসবাবু জানান, সচেতনতা শিবিরের পরেই শিবরাওতারা ও যাত্রা এলাকায় দুটি বাল্যবিবাহের খবর মিলেছে। আটকানোও গিয়েছে। প্রচার বেড়েছে বলে সচেতনতাও বেড়েছে। ফলে আরও বেশি করে বাল্যবিবাহের খবর আসছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy