Advertisement
২৪ নভেম্বর ২০২৪
West Bengal

দেওয়ালের ছড়ায় প্রচার-যুদ্ধে দু’দল

এ বার পঞ্চায়েত ভোটে ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লকও রয়েছে ময়দানে। কিন্তু দেওয়াল লিখনে টক্কর দিতে তৎপর বিজেপি, তৃণমূল। একে অন্যকে ছড়ায় বিঁধছে তারা।

ছন্দ: ছড়ায় ছড়ায় প্রচার। পঞ্চায়েত ভোটের আগে মল্লারপুর, ময়ূরেশ্বরে তৃণমূল, বিজেপির দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

ছন্দ: ছড়ায় ছড়ায় প্রচার। পঞ্চায়েত ভোটের আগে মল্লারপুর, ময়ূরেশ্বরে তৃণমূল, বিজেপির দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

অপূর্ব চট্টোপাধ্যায়
মল্লারপুর শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ১০:০১
Share: Save:

সময়ের সঙ্গে বদলেছে ভোটের প্রচার। বেড়েছে ফ্লেক্‌স, ফেস্টুনের রমরমা। প্রচার চলছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও।

কিন্তু এ সবের মধ্যেও ভোট-প্রচারে রঙিন ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতি, মল্লারপুর ২ পঞ্চায়েতের সংসদ এলাকার দেওয়াল। দেওয়াল লিখনে সেখানে জমজমাট নির্বাচনী লড়াই। রাস্তার মোড়ে, পাড়ার অলিগলির দেওয়ালে ছড়ায় ছড়ায় ‘সংঘাত’ শাসক ও বিরোধীদের।

এ বার পঞ্চায়েত ভোটে ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লকও রয়েছে ময়দানে। কিন্তু দেওয়াল লিখনে টক্কর দিতে তৎপর বিজেপি, তৃণমূল। একে অন্যকে ছড়ায় বিঁধছে তারা।

ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির ২টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী দিতে পারেনি। ২৭ আসনের পঞ্চায়েত সমিতিতে বিজেপি ২৩টিতে প্রার্থী দিয়েছে। ৯টি গ্রাম পঞ্চায়েতের ১২১টি আসনের মধ্যে ৮৬টি আসনে লড়ছে তারা।

পঞ্চায়েত সমিতির অধীন মল্লারপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া, মদিয়ান, মেহেদিনগর, শিবপুর, বিরাজপুর, প্রচন্দ্রপুর, কাহারপাড়ার দেওয়ালে দেওয়ালে বিজেপির ছড়ার পাল্টা জবাব ছন্দেই দিয়েছে তৃণমূল।

মল্লারপুর রায়পাড়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে লেখা হয়েছে— ‘বঙ্গে আসছে ঝড়/ ভাঙবে মোদীর ঘর/ বাংলা দেখাল পথ/ ছুটবে দিদির রথ/ দিদির বিকল্প নাই/ বাংলায় তৃণমূল চাই। রায়পাড়ারই অন্য একটি দেওয়ালে বিজেপি লিখেছে— ‘মা কাঁদছে/ মাটি ফাটছে/ মানুষ বলছে/ বিজেপি আসছে।’ কোথাও আবার লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০০১ সালের পরিচিত স্লোগান— ‘চুপচাপ ফুলে ছাপ।’ পাশের দেওয়ালে বিরোধী শিবিরের প্রচার— ‘গড়তে বাংলা আনতে সুদিন/ বিজেপিকে ভোট দিন।’ কোথাও শৌচাগার নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহনির্মাণ নিয়ে দেওয়াল জুড়ে বিজেপির দেওয়াল লিখনে জুড়েছে ছড়া। সেই ‘যুদ্ধে’ পিছিয়ে নেই তৃণমূলও। মোদীর নোট-বাতিল, জিএসটি নিয়ে রঙতুলিতে কৌতুক-কবিতা লেখা হয়েছে দেওয়ালে। দু’দলের এমন দ্বৈরথে ভোট-উৎসব সরগরম মল্লারপুরে।

স্থানীয় তৃণমূল নেতা তথা ময়ূরেশ্বর ১ গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বামপন্থীরা ষাটের দশক থেকে ছড়ায় ছড়ায় ভোট-প্রচার শুরু করেছিলেন। তার পরে সেই পথে এগিয়েছে কংগ্রেস। এমন প্রচার বাংলার সংস্কৃতির প্রতীক। আমরাও সেই পথে এগিয়েছি।’’

বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বলেন, ‘‘দেওয়াল লিখনে কথার পাশাপাশি ছোট ছোট ছড়া ভোটারদের মন টানবে। আমরা তাই এতে গুরুত্ব দিচ্ছি।’’

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Elections 2018 TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy