Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ইন্দিরা আবাসে দুর্নীতি, বিক্ষোভ গঙ্গাজলঘাটিতে

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গঙ্গাজলঘাটির ভক্তাবাঁধ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীর একাংশ। বৃহস্পতিবার পঞ্চায়েত খোলার পরেই বিক্ষোভকারীরা পঞ্চায়েতে ঢুকে বিক্ষোভ দেখায়।

নিজস্ব সংবাদদাতা
গঙ্গাজলঘাটি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০১:৫৭
Share: Save:

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গঙ্গাজলঘাটির ভক্তাবাঁধ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীর একাংশ। বৃহস্পতিবার পঞ্চায়েত খোলার পরেই বিক্ষোভকারীরা পঞ্চায়েতে ঢুকে বিক্ষোভ দেখায়। উত্তেজিত আন্দোলনকারীরা পঞ্চায়েতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বহু যোগ্য উপভোক্তাকে বাদ দেওয়া হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী বলেন, “গ্রামসভা থেকে এই প্রকল্পে একটি তালিকা করা হয়েছিল। কিন্তু পরে যে তালিকা পঞ্চায়েত প্রকাশ করল তাতে অনেকেরই নাম নেই। অথচ আগের তালিকায় তাঁদের নাম ছিল। এর প্রতিবাদেই বিক্ষোভ।’’

ওই পঞ্চায়েতের প্রধান হারাধন রায়ের অবশ্য দাবি, “কোনও দুর্নীতি হয়নি। সিপিএম ও বিজেপির উস্কানিতে বিক্ষোভের নাম করে এ দিন কার্যত হামলা চালানো হয়েছে।”

এই অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম ও বিজেপির নেতারা। গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সিপিএমের মানব মণ্ডল বলেন, “ওই আন্দোলনের সঙ্গে দলের কোনও যোগ নেই। সাধারণ মানুষই এক জোট হয়ে দুর্নীতির প্রতিবাদ করেছেন।” গঙ্গাজলঘাটির বিজেপি নেতা অজয় ঘটকেরও দাবি, “এটা স্থানীয় মানুষদের আন্দোলন ছিল। ওই এলাকায় অনেক বিজেপি কর্মী রয়েছেন যাঁরা অরাজনৈতিক ভাবেই পঞ্চায়েতের বিরুদ্ধে ওই আন্দোলনে সামিল হয়েছিলেন।”

গঙ্গাজলঘাটির বিডিও মৃন্ময় মণ্ডল বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা নিয়ম মেনেই তৈরি করা হয়েছে। বিক্ষোভের নামে পঞ্চায়েতের সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। প্রধানকে পুলিশে অভিযোগ জানাতে বলেছি।” পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অন্য বিষয়গুলি:

Allegation indira awaas yojana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE