মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
দুর্গাপুজো শেষ। তা বলে ছুটির মরসুম এখনও শেষ হয়নি। একের পর এক পুজো, বড়দিন। তার পর নতুন বছর। কেন্দ্রীয় সরকারের নেগোশিয়েব্ল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্ট অনুযায়ী, নতুন বছরে ক’দিন ছুটি, তার তালিকা প্রকাশ করল নবান্ন। অর্থ (অডিট) দফতরের প্রকাশিত নির্দেশিকায় দেখা গেল, আগামী বছর দুর্গাপুজোর ছুটি একটু হতাশ করতে পারে কর্মীদের। পুজোর ছুটি তিন দিন। একই দিনে পড়েছে অষ্টমী এবং নবমী। মহালয়ার ছুটিও পড়েছে গান্ধীজয়ন্তীর দিনেই। অর্থাৎ, ২ অক্টোবর। আর পাঁচটি ছুটি পড়েছে রবিবার। তবে রাজ্য সরকারের কর্মীরা বেশ কিছু বাড়তি ছুটি পাবেন। সরস্বতী পুজোর আগের দিন, দোলযাত্রার পরের দিন ছুটি পাবেন তাঁরা।
এনআই অ্যাক্টের ২৫ নম্বর ধারা মেনে ছুটি হবে রাজ্য সরকারের অধীনে থাকা সব দফতরেই। একমাত্র কলকাতায় কালেক্টরের দফতর এবং রেজিস্ট্রারের দফতরে এই তালিকা মেনে ছুটি হবে না। তালিকা মেনে জানুয়ারি মাসের ১২ তারিখ বিবেকানন্দের জন্মদিন, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী, ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে সরকারি দফর। পরের বছর সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি। এর পর ২৫ মার্চ দোলযাত্রা উপলক্ষে ছুটি। ২৯ মার্চ গুড ফ্রাইডে। এপ্রিলে এক দিনই ছুটি। ইদ-উল-ফিতর উপলক্ষে ১১ এপ্রিল ছুটি।
মে মাসে তিন দিন ছুটি থাকবে রাজ্য সরকারি দফতরে। ১, ৮ এবং ২৩ তারিখ রয়েছে যথাক্রমে মে দিবস, রবীন্দ্রজয়ন্তী, বুদ্ধপূর্ণিমা। জুন, জুলাই, অগস্টে এক দিন করে ছুটি। ১৭ জুন বকরি ইদ। ১৭ জুলাই মহরমের ছুটি। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। ২ অক্টোবর গান্ধীজয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। ওই দিনই পড়েছে মহালয়া। দুর্গাপুজোর ছুটি থাকবে ১০ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ১২ অক্টোবর শনিবার। ১১ অক্টোবর অষ্টমী এবং নবমী পড়েছে। ১৬ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি। ৩১ কালীপুজোর ছুটি। ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি। ওই দিনই রয়েছে বিরসা মুণ্ডার জন্মদিন। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি।
এ ছাড়াও রাজ্য সরকারের নির্দেশে ২০২৪ সালে কিছু বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মীরা। ১ জানুয়ারি নতুন বছরের ছুটি। সরস্বতী পুজোর আগের দিন ১৩ ফেব্রুয়ারি থাকবে ছুটি। ১৪ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিনই পড়েছে পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি। ২৬ ফেব্রুয়ারি সব-এ-বরাতের ছুটি। ৮ মার্চ শিবরাত্রির ছুটি। দোলের পরের দিন ২৬ মার্চ ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা। ৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছুটি। তবে সে দিন শনিবার। ১০ এপ্রিল ইদ-উল-ফিতরের আগের দিনও থাকবে ছুটি। কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় ছুটি থাকবে। রথযাত্রা, ১৯ আগস্ট রাখি, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ফতেয়া দোয়াজে থাকছে ছুটি। সরকারি কর্মীরা দুর্গাপুজো উপলক্ষে চতুর্থী থেকে ষষ্ঠী (৭-৯ অক্টোবর) এবং দশমীর পর ১৪ এবং ১৫ অক্টোবর অতিরিক্ত ছুটি পাবেন। লক্ষ্মীপুজোর পরেও দু’দিন, ১৭ এবং ১৮ অক্টোবর ছুটি পাবেন তাঁরা। পরের বছর কালীপুজোর পরের দিন, ১ নভেম্বর থাকবে ছুটি। ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে রবিবার, ৩ নভেম্বর। তার পরের দিন ৪ নভেম্বর ছুটি থাকবে রাজ্য সরকারের কর্মীদের। ৭ নভেম্বর ছট পুজো এবং তার পরের দিন ৮ নভেম্বরও ছুটি থাকবে। করম পুজো উপলক্ষে ছুটি থাকবে দফতর। দিনটি পরে জানানো হবে।
এ ছাড়াও ২৪ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে ছুটি পাবেন তাঁর ভক্তেরা। ৩০ মার্চ ইস্টার স্যাটার্ডে উপলক্ষে ছুটি পাবেন খ্রিস্টানেরা। ১৪ এপ্রিল নববর্ষ, বিআর অম্বেডকর জয়ন্তী, ২১ এপ্রিল মহাবীর জয়ন্তী, ৭ জুলাই রথযাত্রা, ৩ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে রবিবার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy