এই মুহূর্তে সিনেমা থেকে বেশ অনেকটাই দূরে তিনি। আমির খানের জীবনে এখন নব বসন্তের ছোঁয়া। ‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পর যদিও ভেবেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে পারেননি। এ বার গুরু নানকের বেশ ধরলেন আমির! হু-হু করে ছড়িয়ে পড়ল ছবি। সমাজমাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে গেল-গেল রব।
আরও পড়ুন:
আমির খান নিজে মুসলিম। যদিও তাঁর জীবনে যে ক’জন নারী এসেছেন, কেউ হিন্দু, কেউ আবার শিখ। তাঁদের বাড়িতে সকল ধর্মের প্রতি সমান সম্মান জানানো হয়। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তাঁরা। কিন্তু অভিনেতাকে নানক রূপে দেখামাত্রই শুরু হয়েছে গুঞ্জন। এ বার মুখ খুলল অভিনেতার সহকারী দল। তাদের তরফ থেকে বলা হয়, ‘‘যে পোস্টার আমির খানের নামে চারপাশে ঘুরছে, সেখানে অভিনেতাকে নানকের রূপে দেখা যাচ্ছে। সেটা একেবারে মিথ্যে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা নির্মিত। আমির খান এমন কোনও বেশ ধরেননি। গুরু নানকের প্রতি তাঁর শ্রদ্ধা অপার। তাঁর অসম্মান হবে, এমন কোনও কাজ তিনি জীবনে করবেন না। ভুয়ো খবর থেকে দূরে থাকুন।’’
পঞ্জাবে বিজেপি-র মুখপাত্র প্রীতপাল সিংহ বালিওয়ালের চোখে পড়ে আমিরের এই ছবি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘এই ধরনের পোস্টারে আমির খানকে নানকের যে রূপ দেওয়া হয়েছে অত্যন্ত কুরুচিকর। শিখ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা চালাচ্ছে একদল।’’ প্রযোজনা সংস্থার ভুয়ো লোগো ব্যবহার করা হয়েছে বলে দাবিও করেছেন তিনি।