পাকিস্তানে আটক স্বামীকে ফিরিয়ে আনতে পঞ্জাবের পঠানকোটের উদ্দেশে রওনা দিলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ। রবিবার সকালে মায়ের সঙ্গে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে পূর্ণমের আট বছরের পুত্রসন্তান আরব বলে, ‘‘পাকিস্তান আমার বাবাকে ছেড়ে দিক, আর কিছু চাই না। বাবাকে খুব ভালবাসি। সব ছিনিয়ে নিক, কিন্তু বাবাকে না।’’
আর পূর্ণমের স্ত্রী রজনী বলেন, “দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ আমার স্বামীর বিষয়ে কোনও খবর দিতে পারেনি। ছ’দিন হয়ে গেল। শুধু জেনেছি সে পাকিস্তানে বন্দি রয়েছে। আমি গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলব। প্রয়োজনে দিল্লির দরজায় কড়া নাড়ব।” কিছু একটা গোপন করা হচ্ছে বলেও সন্দেহপ্রকাশ করেন পূর্ণমের স্ত্রী। তিনি বলেন, “একজন বিএসএফের জওয়ান ১৭ বছর ধরে চাকরি করছেন। তিনি সীমান্ত চেনেন না? ওরা বলছে আমার স্বামী ভুল করে সীমান্ত পেরিয়ে যায়। আমি ওখানে গিয়ে বিষয়টা জানতে চাইব।’’
রজনী কয়েক মাসের অন্তঃসত্ত্বা। তবু ঝুঁকি নিয়েও পঠানকোট যেতে চান পূর্ণমের স্ত্রী। বিএসএফ কর্তৃপক্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “ওঁরা বলছেন আমার স্বামী ঠিক আছে। কিন্তু ও শত্রু দেশে রয়েছে। তা হলে আমি কী করে চিন্তা না-করে থাকব? এই কারণে এই অবস্থাতেও আমায় বাড়ি থেকে বেরোতে হচ্ছে।’’
সোমবার সকালে রজনী আট বছরের ছেলে আরব, দুই বোন এবং ভাইকে নিয়ে পঠানকোটের উদ্দেশে রওনা দেন। তাঁরা দুপুর দেড়টার বিমানে কলকাতা থেকে চণ্ডীগড় যাবেন। সেখান থেকে তাঁরা সড়কপথে পৌঁছোবেন পঠানকোটে। সেখানে ২৪ নম্বর ব্যাটেলিয়নের অফিসারদের সঙ্গে কথা বলবেন তাঁরা। স্বামী কী অবস্থায় পাকিস্তানে রয়েছেন, তা জানতে চাইবেন পূর্ণমের স্ত্রী।
মায়ের সঙ্গে পাঠানকোট যাবার জন্য জামাপ্যান্ট পরে সোমবার সকাল থেকেই প্রস্তুত ছিল আরব। গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে গেরুয়া টিপ পরে পছন্দের সাইকেল নিয়ে বাড়ির সামনে সাইকেল চালাচ্ছিল সে। কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করতেই বলে উঠল, “বাবাকে আনতে যাচ্ছি।”
পঠানকোটের ফিরোজপুরে সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। বুধবার দুপুরে ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে। তার পর থেকে হুগলির রিষড়ার সুশীলাচন্দ্র আওয়ান রোডে পূর্ণমদের বাড়িতে রাজনৈতিক নেতাদের আনাগোনা লেগেই রয়েছে। বিএসএফের তরফে সাউ পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, পূর্ণমকে মুক্ত করার সব চেষ্টাই চলছে। তবু আতঙ্ক কাটছে না পরিবারের সদস্যদের।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা
-
সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান থেকে পর পর চিঠি, ভারত কি অবস্থান বদলাবে? উত্তর দিলেন জলশক্তিমন্ত্রী
-
প্রতিরক্ষায় কতটা দক্ষ ভারত? সংঘাতের পর গোয়েন্দা তথ্য নয়াদিল্লির আর এক ‘শত্রু’ দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান!
-
ভারত নিয়ে ফোনে আলোচনা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সৌদির যুবরাজের! কী কথা হল? কী বললেন শাহবাজ়