স্কুল সার্ভিস কমিশন (এসএসসি), মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে নিয়োগপত্র না-পেয়ে কিছু প্রার্থীর অনশনের পরে প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকপদ প্রার্থীরা একই রাস্তা নিতে চলেছেন। ১৫ দিনের মধ্যে নিয়োগপত্র না-পেলে তাঁরা আমরণ অনশনে বসবেন বলে বুধবার জানিয়ে দেন পিটিটিআই প্রশিক্ষিত প্রার্থীরা। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যেরা নবান্নে গিয়ে স্মারকলিপিও দিয়েছেন।
ভোট পর্বে তাঁদের নিয়োগ হলে যে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি ভঙ্গের প্রশ্ন নেই বলে সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুইয়ের দাবি। তিনি জানান, গত ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে পিটিটিআই প্রশিক্ষিত শিক্ষকদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাই ভোট প্রক্রিয়া চললেও পিটিটিআই প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ হলে তা নির্বাচনী আচরণবিধির আওতায় পড়বে না। এ দিন দুপুরে পিটিটিআই প্রার্থীরা ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান-বিক্ষোভ শুরু করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy