Advertisement
০৩ নভেম্বর ২০২৪

প্রশ্ন তুলছে বামেরাই, বললেন প্রকাশ রাজ

ভারাভারা রাও-সহ সমাজকর্মীদের গ্রেফতার ভিন্নমত পোষণের জন্য নয় বলে যে দিন রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট, সে দিনই রাজ্যে এসে মতপ্রকাশের অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে সরব হলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।

প্রকাশ রাজ। —ফাইল চিত্র।

প্রকাশ রাজ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডানকুনি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৫
Share: Save:

ভারাভারা রাও-সহ সমাজকর্মীদের গ্রেফতার ভিন্নমত পোষণের জন্য নয় বলে যে দিন রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট, সে দিনই রাজ্যে এসে মতপ্রকাশের অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে সরব হলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। ডানকুনিতে শুক্রবার ডিওয়াইএফআইয়ের ১৮তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করতে এসে প্রকাশ বলেছেন, জরুরি বহু প্রশ্ন তোলার অধিকার বাঁচানোর লড়াইয়ের জন্য যদি তাঁকে ‘বামপন্থী’ বলা হয়, তবে তিনি তা-ই।

প্রথা ভেঙেই এ বার দলীয় কোনও নেতার পরিবর্তে নরেন্দ্র মোদী জমানার ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা’র বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ, অভিনেতা প্রকাশকে যুব সম্মেলনের উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। ডানকুনিতে সম্মেলন উদ্বোধন করে প্রকাশ এ দিন বলেন, ‘‘সংবিধান আমাদের মতপ্রকাশের অধিকার দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন করা যাচ্ছে না। কেউ নিজস্ব মত প্রকাশ করতে গেলে, তাঁদের গ্রেফতার করা হচ্ছে। সেই গ্রেফতারের প্রতিবাদে কেউ মুখ খুললে তাঁদের আবার ‘শহুরে নকশাল’ বলা হচ্ছে। সেই কথা যাঁরা বলছেন, তাঁরা নিজেরাই আসলে ‘শহুরে চোর’!’’

ডানকুনিতে কোল ইন্ডিয়ার শান্তিমঞ্চে সম্মেলনের সূচনা এবং পাঠভবন স্কুলে প্রকাশের নাগরিক সংবর্ধনা ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। ডিওয়াইএফআইয়ের ত্রিপুরার রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীও উপস্থিত ছিলেন। তাঁর ভাষণে প্রকাশ বলেন, ‘‘এখানে আসার আগে বহু সর্বভারতীয় সংবাদমাধ্যম আমাকে প্রশ্ন করেছিল, ডিওয়াইএফআইয়ের মঞ্চে আপনি কেন? আপনি বামপন্থী?’’ তাঁর সংযোজন, ‘‘আমি বাম বা ডান বুঝি না, এখন আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রশ্ন করার অধিকার সংবিধান দিয়েছে। ভারতে একমাত্র বামপন্থীরাই বহু জরুরি প্রশ্ন এখন তুলছে। সেই অর্থে আমি বামপন্থী।’’

অন্য বিষয়গুলি:

Prakash Raj Actor প্রকাশ রাজ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE