Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Bhangar

অশ্লীল নাচে লোকসভা ভোটের বিজয়োৎসব, ভাঙড়ে বিতর্কে তৃণমূল

ওই নাচের ভিডিয়ো গ্রামবাসীদের মাধ্যমেই পৌঁছয় কাশীপুর থানার পুলিশের কাছে। অভিযোগ পেয়ে পুলিশ সেই অনুষ্ঠান বন্ধ করে দেয়।

সেই নাচের অনুষ্ঠান। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

সেই নাচের অনুষ্ঠান। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৯ ১৫:৫০
Share: Save:

ভাঙড়ে অশ্লীল এবং চটুল নাচের আসর বসানোর অভিযোগে তিন জন আয়োজককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ছাকবাত মোল্লা, শ্যামল ঘোষ এবং বাপি শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। এলাকার মানুষ তাদের ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘনিষ্ঠ হিসাবেই চেনেন।

লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হয়েছেন। শানপুকুর এলাকা থেকে তিনি ব্যাপক লিডও পেয়েছেন। কিন্তু দলনেত্রী বিজয় মিছিল করতে বারণ করায় তৃণমূল কর্মীদের আব্দার ছিল একটা জলসা করার। সেই মতো একটি জলসার আয়োজন করা হয়। গ্রামবাসীদের দাবি, ওই এলাকার নেতা পঞ্চায়েতের উপপ্রধান আনসার মোল্লাই গোটা অনুষ্ঠানের সমস্ত বন্দোবস্ত করে দেন। এর পর সোমবার রাতে নাচের আসর বসে। অভিযোগ, সেখানে পানশালার নর্তকীরা স্টেজে ছোট পোশাক পরে নাচ শুরু করেন। অশ্লীল নাচ চলতে থাকে মঞ্চে। অন্তর্বাসহীন পোশাক মাঝে মাঝে তুলে শরীরের বিভিন্ন অংশও দেখান ওই নর্তকী। গ্রামের অনেকেই সেই নাচের প্রতিবাদ করেন।

ওই নাচের ভিডিয়ো গ্রামবাসীদের মাধ্যমেই পৌঁছয় কাশীপুর থানার পুলিশের কাছে। অভিযোগ পেয়ে পুলিশ সেই অনুষ্ঠান বন্ধ করে দেয়। গ্রাম সূত্রের খবর, মঙ্গলবার ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম গোটা ঘটনার জন্য আনসার মোল্লা তিরস্কার করেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার আরাবুল ইসলামকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের কেউ ওই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নন। তবে ঘটনার পর থেকেই আনসার মোল্লার মোবাইল ফোন বন্ধ। শানপুকুর পঞ্চায়েতের প্রধান তানিয়া বিবিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি ওই অনুষ্ঠানেও যাইনি।”

(ভিডিয়ো থেকে অশ্লীল অংশ বাদ দেওয়া হয়েছে।)

আরও পডু়ন: ভরদুপুরে নিউ আলিপুরে সেনার পোশাক পরে ব্যবসায়ীকে ‘অপহরণ’-এর চেষ্টা, গুলি

আরও পডু়ন: কৈলাস বিজয়বর্গীয়র ছেলের ‘গুন্ডাগিরি’! ব্যাট দিয়ে পেটালেন সরকারি আধিকারিককে

অন্য বিষয়গুলি:

Bhangar Lok Sabha Election 2019 Obscene Dance Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy