Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Viral Video

পুণ্যস্নানে গিয়ে রেলের চাদর চুরি! হাতেনাতে ধরা পড়লেন তরুণ ও তরুণী, নিন্দার ঝড় সমাজমাধ্যমে

প্রয়াগরাজ রেলস্টেশনে রেলের দেওয়া চাদর চুরি করতে গিয়ে রেলকর্মীর কাছে ধরা পড়লেন এক তরুণ ও তরুণী। তাঁদের ব্যাগ তল্লাশি করে চাদর উদ্ধারও করলেন রেলকর্মীরা।

Passengers hide bed sheets in luggage, get caught by railway employees, video goes viral

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৪:০০
Share: Save:

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এখন পুণ্যার্থীদের ঢল। মহাকুম্ভ মেলার কারণে সেখানে এখন বহু মানুষের আনাগোনা লেগেই আছে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অসংখ্য পুণ্যার্থীর যাতায়াতের একটি বড় মাধ্যম হল রেলপথ। ভারতীয় রেলও তৎপরতার সঙ্গে সামলাচ্ছে এই অতিরিক্ত ভিড়। কিন্তু এরই মাঝে সমাজমাধ্যমের পাতায় দেখা গেল প্রয়াগরাজের এক অন্য রকমের ভিডিয়ো। প্রয়াগরাজ রেলস্টেশনে রেলের দেওয়া চাদর চুরি করতে গিয়ে রেলকর্মীর কাছে ধরা পড়লেন এক তরুণ ও তরুণী। তাঁদের ব্যগের মধ্যে তল্লাশি চালিয়ে সেই চাদর উদ্ধার করলেন রেলকর্মীরা। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন তরুণ এবং তরুণী প্রয়াগরাজ রেলস্টেশনে বসে রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছে বেশ কয়েকটি ব্যাগ। সেই ব্যাগগুলি তল্লাশি করে দেখছেন রেলকর্মীরা। রেলকর্মীদের পাশে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। ব্যাগগুলি যে বেঞ্চে রাখা, সেই বেঞ্চটির পিছনে দাঁড়িয়ে দেখছেন তরুণী। হঠাৎই তাঁদের ব্যাগ থেকে বেরিয়ে এল সাদা রঙের একটি চাদর। তার পর আরও একটি! রেলকর্মীদের দাবি, সেগুলি রেল থেকে দেওয়া চাদর যা সেই তরুণ এবং তরুণী চুরি করেছেন। তরুণ সেই অভিযোগের প্রতিবাদ করে জানান যে তাঁরা এই কাজ করেননি। সেই কথা শুনে রেলকর্মীরা জিজ্ঞাসা করেন, এই চাদর দুটো তা-হলে তাঁদের ব্যগে কী ভাবে এল? তরুণ জানান, সেই ব্যাগ তাঁদের নয়। এর পর তাঁদের মধ্যে বচসা চলতে থাকে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

‘হুইজ়ময়াঙ্ক’ নামের রেডিট অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। নেটাগরিকেরা ভিডিয়োয় থাকা তরুণ এবং তরুণীর নিন্দায় সরব হয়েছেন। এক জন মন্তব্য করেছেন, ‘‘এই চাদরগুলি বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করতেন কী ভাবে? লজ্জা করত না?’’ সমাজমাধ্যমের একাংশ আবার ঘটনাটিকে মজার ছলে নিয়েছে।

অন্য বিষয়গুলি:

Viral Video Uttar Pradesh Prayagraj Mahakumbh 2025 Maha Kumbh Mela 2025 Viral Story Indian Railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy