সুবোধ সরকারের এই জুতো পালিশের মুহূর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ। ছবি: ফেসবুক
তিনি কবি। শহরের বিশিষ্ট নাগরিক। জুতোটা আর একটু চকচকে করে নিতে পালিশ করাচ্ছিলেন শহরের এক ব্যস্ত রাস্তায়। সুবোধ সরকারের সেই জুতো পালিশের মুহূর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ। ওই পোস্টে কবির বিরুদ্ধে নানা কটূ মন্তব্য করা হয়েছে। কবির হয়ে লালবাজারের সাইবার ক্রাইমে নালিশ ঠুকেছে তৃণমূল ছাত্র পরিষদ।
ছবিটির মুখ্য চরিত্র কবি সুবোধ সরকার এবং এক পালিশওয়ালা। শহরের ব্যস্ত এক রাস্তায় তিনি জুতো পালিশ করাচ্ছেন দাঁড়িয়ে। পা তুলে দিয়েছেন পালিশওয়ালার জুতোর বাক্সের উপর। সেই মুহূর্তেই কেউ ছবিটি তুলে ফেলেছেন। তার পর ফেসবুকে সেই ছবি পোস্ট করে নানা কটূ ভাষায় আক্রমণ করেছেন কবিকে।
মৃণ্ময় ভৌমিক নামের এক ইউজার ফেসবুকে পোস্টের সঙ্গে লেখেন, ‘‘ ...দেখুন! চেনা চেনা লাগছে না? বাংলা কবিতার মুখ নাকি এই লোক! আপনারা যাঁরা গদগদ করে এনার কবিতা আবৃত্তি করেন, যাঁরা নাম-ডাকের লোভে ঢাক পেটান? তাঁরা দেখুন...’’।
মৃণ্ময় ভৌমিকের করা বিতর্কিত সেই ফেসবুক পোস্ট।
তৃণমূল সূত্রে খবর, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি জানিয়েছিলেন কবি সুবোধ সরকার। আর সেখান থেকেই সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় কবিকে। এ দিন তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল লালবাজার সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: বঙ্গ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে লন্ডনের কর্পোরেট বস্, চমকে যাচ্ছে দিল্লিও
আরও পড়ুন: শাটডাউনের জেরে কলকাতায় বন্ধ আমেরিকান সেন্টার
অভিযোগপত্রে বলা হয়েছে, সুবোধ সরকার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সব সময়েই সাম্প্রদায়িক দলগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছেন। সেই কবির গায়ে কালি ছেটানোর চেষ্টা করছে কিছু সাম্প্রদায়িক দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy