কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের টাকা নয়ছয় করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উত্তরবঙ্গের দলীয় নেতা-কর্মীদের জন্য অনুষ্ঠিত ‘ভার্চুয়াল সভা’য় শুক্রবার ধর্মেন্দ্র বলেন, ‘‘করোনার সময়ে চাল হোক আর আমপানের সময়ে কেন্দ্রীয় সহায়তা হোক, দিল্লি থেকে মোদীজি পয়সা, টাকা পাঠাচ্ছেন। আর আপনি সিন্ডিকেটের মাধ্যমে বাংলার জনতার প্রাপ্য সেই টাকা লুঠ করছেন! এটা বেশি দিন চলবে না!’’ ধর্মেন্দ্র বলেন, ‘‘আপনি তো কংগ্রেসে ছিলেন! কোনও দিন দেখেছেন, দিল্লির সরকার এই ভাবে হিসেব-নিকেশ ছাড়াই দুর্গতদের সাহায্য করছে? শনিবার দিল্লিতে ছুটি থাকে। কিন্তু প্রধানমন্ত্রী ছুটির মধ্যেও বাংলার আমপান দুর্গতদের জন্য এক হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন।’’ রাজ্যের মন্ত্রী তাপস রায় অবশ্য পাল্টা আক্রমণ করে বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের অর্থ তো কারও পৈতৃক সম্পত্তি নয়! দেশের মানুষের অর্থ। তা নিয়ে কারও ব্যক্তিগত প্রচার রাজ্যবাসীকে অসম্মান করা ছাড়া কিছু নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy