তদন্তকারীদের সব রকম সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু ডেকে পাঠানোর পরেও শুক্রবার সিআইডি-র দফতরে হাজির হলেন না জেসপ কারখানার মালিক পবন রুইয়া।
চুরি এবং আগুনের ঘটনার তদন্তে পবনকে জেরা করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তদন্তকারীরা। সেই কারণে চিঠি দিয়ে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। আদালতও বলেছিল, তদন্তকারীদের সাহায্য করতে। সিআইডি সূত্রের খবর, এ দিন পবন নিজে হাজির না হয়ে চিঠি পাঠিয়ে ১৪ দিন সময় চেয়েছেন। জানিয়েছেন, ১৪ দিন পরে তিনি তদন্তকারীদের সামনে হাজির হবেন।
পুলিশ সূত্রের খবর, চিঠিতে পবন জানিয়েছেন, ব্যবসায়িক কারণে তিনি এখন রাজ্যের বাইরে। তাই তাঁর পক্ষে ভবানী ভবনে যাওয়া সম্ভব নয়। তদন্তকারীরা জানিয়েছেন, এর আগে গত বুধবারও তাঁকে ডেকে পাঠিয়েছিলেন গোয়েন্দারা। সে দিনও সিআইডি দফতরে উপস্থিত হননি তিনি।
সিআইডি সূত্রের খবর, জেসপে আগুন লাগার পরে পবন রুইয়ার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। উঠে আসে, অন্তর্ঘাতের তত্ত্বও। আদালতের দ্বারস্থ হন পবন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তাঁকে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেন। একই সঙ্গে বিচারপতির নির্দেশ, যত ক্ষণ পবন পুলিশকে তদন্তে সহযোগিতা করবেন, তত ক্ষণ তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া আইনি ব্যবস্থা নিতে পারবে না।
আদালত ওই নির্দেশ দেওয়ার পরে দু’বার ডেকে পাঠানো হয় পবনকে। কিন্তু এক দিনও তিনি ভবানী ভবনে যাননি। ১৪ দিন পরে তাঁকে আবার ডাকা হবে বলে জানিয়েছে সিআইডি। তখনও তিনি হাজির না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া বলেও বক্তব্য সিআইডি-র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy