সুপ্রিম কোর্টে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।
এ বার সুপ্রিম কোর্টে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার শীর্ষ আদালতে হতে পারে ওই মামলার শুনানি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে গিয়েছেন পার্থ। সেখানে তাঁর আবেদন, এসএসসি দুর্নীতি মামলায় প্রথম থেকে তাঁকে ‘পক্ষ’ হিসাবে ঘোষণা করা হয়নি। অথচ এখন তাঁকে সিবিআই দফতরে যেতে বলা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কড়া নেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন পার্থ। তাঁর বিরুদ্ধে আগামিদিনে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়— শীর্ষ আদালতে সেই আবেদনও জানিয়েছেন পার্থ। শুক্রবার ওই মামলার শুনানি হতে পারে।
বুধবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ পার্থকে নির্দেশ দেয়, সন্ধ্যা ৬টায় সিবিআই দফতরে যেতে। ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যান পার্থ। যদিও ওই মামলাটি শুনতে চায়নি ডিভিশন বেঞ্চ। এর পর বুধবার সন্ধ্যা ৬টার আগেই সিবিআই দফতরে যান পার্থ। সেখানে তাঁকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেয় তা নিয়ে বৃহস্পতিবার অন্য একটি ডিভিশন বেঞ্চে যান পার্থ। ঘটনাচক্রে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে ওই মামলাটির শুনানি হওয়ার কথা শুক্রবার সকালে। ওই জোড়া আবেদনের জল কোন দিকে গড়ায় সে দিকে আগ্রহ রয়েছে সকলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy